ইউক্রেনের চলমান বিক্ষোভে দুজন নিহত হওয়ার পর আগাম নির্বাচন অনুষ্ঠানে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল। হাজার হাজার বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বিরোধী দলের এক নেতা ভিটালি ক্লিচকো বলেছেন, যদি দেশটির প্রেসিডেন্ট আগাম নির্বাচন দিতে রাজি না হন তাহলে বিরোধীদল আরও কঠোর অবস্থানে যাবে। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তি করতে রাজি না হলে ইউক্রেনে এ বিক্ষোভ শুরু হয়। ইউক্রেনে রাজনৈতিক সংকট কাটাতে বিরোধীদের সঙ্গে সরকারের আলোচনা ব্যর্থ হবার পর এমন হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। বিরোধী দলের নেতা ভিতালি ক্লিচকো বলেছেন যদি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ আগাম নির্বাচন দিতে রাজি না হয় তাহলে যারা বিক্ষোভ করছে তাদের নেতৃত্ব দেবে দলটি। গত নভেম্বরে বিক্ষোভ শুরু হওয়ার পর বুধবার প্রথমবারের মতো পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হন। কৌঁসুলিরা নিশ্চিত করেছেন যারা নিহত হয়েছেন তারা পুলিশের গুলিতে মারা গেছেন। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।