আমাদের কথা খুঁজে নিন

   

মিউজিক জোন [পর্ব-১] :: সুইসাইড সাইলেন্স (এক্সট্রিম ডেলথকোর)

হাই! টেকটিউনসে আলাদা মজা দিতে আমি চলে এলাম নতুন একটি চেইন টিউন নিয়ে। এখানে মূলত মিউজিক ব্যান্ড নিয়ে রিভিউ দিবো। তবে আমি ছায়াছবি নিয়েও নতুন একটি চেইন টিউন শুরু করবো বলে চিন্তা ভাবনা করছি। যাই হোক মিউজিক জোনের উদ্বোধনী পর্বে রয়েছে পুরাই পাগলা একটি ব্যান্ড।
 
রক বা মেটাল ধাঁচের দেশী-বিদেশী ব্যান্ডদের পরিচিতি এবং এ্যালবাম ডাউনলোড নিয়ে আমার ধারাবাহিক টিউন হলো মেটাল জোন।

মেটাল জোনের আজকের পর্বে থাকছে একটি পুরাই তারছিড়া ব্যান্ড। আজকের ব্যান্ড সুইসাইড সাইলেন্সআর কি বলবো ভাই গতকাল প্রায় সারারাত এই ব্যান্ডের গান শুনার পর আজ সকাল থেকেই আমার প্রচন্ড জ্বর!!!
সুইসাইড সাইলেন্স একটি আমেরিকান এক্সট্রিম মেটাল ব্যান্ড ফ্রম রিভারসাইড, কালিফোর্নিয়া। ব্যান্ডটি ২০০২ সালে গঠিত হয়। ব্যান্ডটি তিনটি স্টুডিও এ্যালবাম, একটি ইপি এ্যালবাম, ৪টি ডেমো এ্যালবাম এবং ৭টি মিউজিক ভিডিও প্রকাশ করেছে।

ব্যান্ডটি ২০০৯ সাল হতে জনপ্রিয় হতে থাকে। ব্যান্ডটি রিভোলবার গোল্ডেন গড এওয়ার্ড পায় “বেস্ট নিউ টেলেন্ট” ক্যাটাগরিতে। ব্যান্ডটি গিটারিস্ট ক্রিস্ট গারজা এবং মার্ক হেইমুন, ড্রামার এলেক্স লোপেজ এবং ব্যাসিস্ট ডেইন ক্যানি এদের নিয়ে গঠিত। নভেম্বর ০১. ২০১২ সালে তাদের লিড ভোকালিস্ট মিচথ লুকার এর মৃত্যুর পর ব্যান্ডটি বর্তমানে লিড সিঙ্গারবিহীন অবস্থায় রয়েছে।

ফ্রম:
রিভারসাইড, ক্যালিফর্নিয়া, ইউনাইটেড স্টেটস।


ধরণ:
ডেলথকোর
একটিভ রয়েছে:
২০০২ সাল হতে
লেভেল:
Nuclear Blast
Century Media
এসোসিয়েট এক্টস:
Light This City, Animosity, The Funeral Pyre,
Blackheart Eulogy, Oblige, Commissioner
ওয়েবসাইট:
http://www.suicidesilence.net
বর্তমান সদস্য:
ক্রিস্ট গারজা,
মার্ক হেইমুন,
এলেক্স লোপেজ,
ডেইন কেনি।
সাবেক সদস্য:
মিচথ লুকার (মরহুম),
মাইক বডকিনস,
রিচ এসস,
জোস গর্ড্ডাথড,
টেনার ওম্যাক।
 
সুইসাইড সাইলেন্স ২০০২ সালে গঠন করা হয়। ব্যান্ডটির তাদের এক্সট্রিম ভোকাল এবং হেভি গিটার এর জন্য বিখ্যাত। যদিও তাদের মেইন ভোকালিস্ট মিচথ রো একসিডেন্ট এ মারা যাবার পর ব্যান্ডটির ভবিষ্যৎ অনিশ্চিত।


মজার ব্যাপার হলো অনেকেই এই ব্যান্ডটির গান সহ্য (!) করতে পারেন না। আমার এক আত্নীয় ব্যান্ডটির গান শুনে বমি করে দিয়েছিল। !!!!
 
ব্যান্ডটি তাদের প্রথম কর্নসার্ট টি করে রিভারসাইড ক্যালিফোর্নিয়াতে। তখন ব্যান্ডটির দুই ভোকালিস্ট ছিল, মিথচ এবং ওম্যাক। কিছুদিন পর ওম্যাক কে ব্যান্ড থেকে বহিস্কার করে দেওয়া হয়।

২০০৩ সালে ব্যান্ডটি তাদের প্রথম ডেমো প্রকাশ করে। এভাবেই তারা ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে পর পর ৪টি ডেমো প্রকাশ করে। শেষের ডেমোটি তাদের প্রথম স্টুডিও এ্যালবাম “সুইসাইড সাইলেন্স ইপি” এর পর প্রকাশ করা হয়। প্রথম স্টুডিও এ্যালবামটির পর ড্রামার জোস গর্ড্ডাথড ব্যান্ড ছেড়ে চলে যান এবং তার জায়গায় আসেন এলেক্স লোপেক্স। যিনি আগে ব্ল্যাচহার্ট ইউলোজি এবং দ্যা ফানিরাল পাইরি তে গিটার বাজাতেন।


 
এর ২ বছর পর, ব্যান্ডটি তাদের প্রথম পূর্ণ ভার্সন স্টুডিও এ্যালবাম “দ্যা ক্লিনসিং” প্রকাশ করে। এ্যালবামটি বিলবোর্ডে ৯৪ তম স’ান অর্জন করে ২০০ এর মধ্যে। ৭২৫০ কপি রিলিজের প্রথম সপ্তাহে বিক্রি হয়। এরপর তাদের আর পিছে ফিরে তাকাতে হয় নি। বিভিন্ন ট্যুার এবং কার্নসাটের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে।

এরপর ২০০৯ সালে তাদের দ্বিতীয় স্টুডিও এ্যালবাম “নো টাইম টু ব্লিড” প্রকাশ হয়। এ্যালবাম বিলবোর্ডে ৩২ নম্বরে জায়গা করে নেন ২০০টির মধ্যে।
 
সর্বশেষ ২০১১ সালে তাদের তৃতীয় এ্যালবাম “দ্যা ব্ল্যাক ক্রাউন” মুক্তি পায়। এদিনে ২০১২ সালের অক্টোবর ৩১ তারিখে ব্যান্ডটির মূল ভোকালিস্ট মিথচ মদপ্য অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং নভেম্বর ১, ২০১২ তারিখে তিরি পরলোক গমন করেন।
 
Albums:


No.     Title     Length
1.     ”Ending Is the Beginning”       2:37
2.     ”Swarm”       3:40
3.     ”About a Plane Crash”       2:48
4.     ”Distorted Thought of Addiction”       3:55
5.     ”Destruction of a Statue (Live)”       3:16
DOWNLOAD: (31MB)
http://mediafire.com/?tjmmtlguglg
 
1.     “Revelations (Intro)”         0:33
2.     “Unanswered“        2:15
3.     “Hands of a Killer”     4:14
4.     “The Price of Beauty”        2:45
5.     “The Fallen”      4:07
6.     “No Pity for a Coward“  3:11
7.     “The Disease“         4:22
8.     “Bludgeoned to Death“  2:35
9.     “Girl of Glass”    2:52
10.   “In a Photograph”      4:32
11.   “Eyes Sewn Shut”      2:58
12.   “Green Monster“     5:49
13.   “Destruction of a Statue” (hidden track)     3:44
 
Total length:
41:19
 
Download (112MB):
http://metalwarez.com/link/11664/
Password:
http://metalwarez.com/
 
 
Tracklist :
 
01. Wake Up (03:48)
02. Lifted (04:07)
03. Smoke (03:08)
04. Something Invisible (02:57)
05. No Time To Bleed (02:22)
06. Suffer (03:56)
07. …And Then She Bled (03:55)
08. Wasted (03:13)
09. Your Creations (03:59)
10. Genocide (02:17)
11. Disengage (04:03)
12. Misleading Milligrams (Maximum Bloodshed Edition Bonus Track) (04:18)
 
 
Download: (106MB)
http://metalwarez.com/link/60553/
Password:
http://metalwarez.com/
1. Slaves to Substance
2. O.C.D.
3. Human Violence
4. You Only Live Once
5. F*ck Everything
6. March to the Black Crown
7. Witness the Addiction (featuring Jonathan Davis of Korn)
8. Cross-Eyed Catastrophe
9. Smashed” (featuring Frank Mullen of Suffocation)
10. The Only Thing That Sets Us Apart
11. Cancerous Skies
12. SuperBeast (Rob Zombie Cover) (iTunes Edition Bonus Tracks)
13. Revival Of Life
 
 
Download (94MB):
http://metalwarez.com/link/73557/
Password:
http://metalwarez.com/
 
 
চেতিয়া গেছি!
খাইছো নি?
পানি পানি!
ছবিটা ঝাপসা!

 
 
 
 
 
 
 
 
ব্যান্ডটির বেস্ট গান সমূহ:
 
যারা আনলিমিটেড অথবা হেভি নেট ইউস করেন তারা অবশ্যই ফুল এ্যালবাম ডাউনলোড করবেন এবং যারা লিমিটেড নেট ব্যবহার করেন তারা ব্যান্ডটি বেস্ট / টপ গানসমূহ শুনে নিতে পারেন।

সরাসরি ডাউনলোড করুন গানটির উপর ক্লিক করে।
 
1. Bludgeoned to Death
 
 
http://a.tumblr.com/tumblr_m2i6q91qFe1qlpaueo1.mp3

 
 
2. Disengage
 
http://www.frontarmy.com/wp-content/download/mp3/Suicide_Silence-Disengage.mp3

 
 
3. Unanswered
 
http://taylormadewebpages.com/unearthtour/track04.mp3

 
 
4. SuperBeast
 
http://searchmp3.mobi/superbeast-mp3-suicide-silence
 
 
5. No pity for a coward
 
http://onslaughtofmetal.webstarts.com/uploads/06_-_No_Pity_For_A_Coward.mp3
 
6. Swarm
http://searchmp3.mobi/swarm-mp3-suicide-silence?source=search&query=Swarm+suicide+silence
 
7. Lifted
http://searchmp3.mobi/lifted-mp3-suicide-silence?source=search&query=Lifted+suicide+silence
 
8. Girl Of glass
http://searchmp3.mobi/girl-of-glass-mp3-suicide-silence-1?source=search&query=girl+of+glass+suicide+silence
 
 
ব্যান্ডটির সমস্ত এ্যালবাম একসাথে ডাউনলোড করতে:

http://kickass.to/suicide-silence-2003-2011-discography-320kbps-t6796042.html
 
আশা করছি গেমস জোনের মতো এই নতুন দুটি জোনেও আপনাদের একই রকম সাড়া পাবো। দেশীয় মিউজিক এবং ছায়াছবি নিয়ে রিভিউ আপাতত দিচ্ছি না। পাইরেসির চক্করে পড়তে চাই না বাবা!
 
 
 
 

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.