আমাদের কথা খুঁজে নিন

   

কেজরিওয়ালের প্রস্তাব নাকচ স্বরাষ্ট্রমন্

দিলি্লর দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) প্রধান পদে নিয়োগ নিয়ে আম আদমি পার্টি ও ক্ষমতাসীন কংগ্রেসের টানাপড়েনের আরও অবনতি হয়েছে। দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পছন্দের কর্মকর্তাকে ওই পদে নিয়োগের বিষয়টি নাকচ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। গতকাল প্রভাবশালী একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে এ কথা জানানো হয়। এপিপির প্রধান মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের প্রস্তাব অনুযায়ী ওই পদে জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা প্রবীর রঞ্জনকে নিয়োগ দিতে রাজি হলেও এখন সরে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে দিলি্ল সরকারের দুর্নীতি দমন ব্যুরোর জন্য রঞ্জনকে মনোনীত করলেও সম্প্র্রতি দিলি্ল পুলিশের চার কর্মকর্তাকে বরখাস্ত করার দাবিতে এপিপি ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্বের কারণে আচমকা এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সম্প্রতি দিলি্ল পুলিশের নিয়ন্ত্রণ এপিপি সরকারের হাতে ছেড়ে দেওয়ার জন্য কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধেকে চাপ দেন। এ সময় তিনি সিন্ধের কঠোর সমালোচনাও করেন। কেজরিওয়ালের অভিযোগ, পুলিশ সদস্যদের পছন্দমতো জায়গায় বদলির জন্য সিন্ধে তাদের কাছ থেকে ঘুষ নেন। জি নিউজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.