সিলেটে সহযোগী ছিনতাইকারীকে দেখতে এসে শ্রীঘরে ঠাঁই হলো চারজনের। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলো- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চানগ্রামের জয়নুল ইসলাম ওরফে জয়নাল ডাকাত, গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকান এলাকার আবদুল মালিক লিটন, বিয়ানীবাজার উপজেলার সুপাতলার সাইফুল আলম বাবুল ও একই এলাকার কামাল হোসেন। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক ইমরোজ তারেক জানান, নগরীর বারুতখানায় বাটা কোম্পানির কর্মকর্তাকে ছুরিকাঘাতে খুন করে টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত রাজুকে বৃহস্পতিবার বিকালে আদালতে দেখতে আসে ওই চার যুবক। আদালত থেকে বের হওয়ার পর সন্ধ্যায় সুরমা পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত জয়নালের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্রবাজি ও বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় হাফডজনের বেশি মামলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।