আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক খুন

হবিগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এদিকে পাবনা, গোপালগঞ্জ ও ঢাকার ধামরাই থেকে ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর_

হবিগঞ্জ সদর উপজেলার মশাজান সেতু এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক সুমন মিয়া খুন হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০টায় সুমন চার যাত্রী নিয়ে শহর থেকে কটিয়াদী বাজারে রওনা হন। মশাজান সেতু এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীরা সুমনকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পথে সুমন মারা যান।

পাবনার ঈশ্বরদীর পাকুড়িয়া গ্রামের একটি পুকুর থেকে ওয়াসিম আলী নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওয়াসিম উপজেলার নতুনহাট গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ইয়াছিন সিকদার নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াছিন উপজেলার আশার আলো প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গতকাল ওই স্কুলের পেছনে একটি পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধামরাইয়ের শ্রীরামপুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.