রাজশাহীতে গত এক বছরে ২১৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে মহানগরীর চার থানায় ৬০ এবং বাইরের নয় থানায় ১০৭ জন। গতকাল মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট -এসিডি আয়োজিত মানববন্ধনে এ তথ্য জানানো হয়। 'নারীর প্রতি সহিংসতা, চাই সামাজিক দায়বদ্ধতা' স্লোগান সামনে রেখে নারীর প্রতি চলমান সহিংসতা বন্ধে র্যালি ও মানববন্ধন পালন করে এসিডি। র্যালিটি সাগরপাড়া থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহীতে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার নাহিদ সুলতানা, কমিউনিকেশন অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মৌসুমী জাহান, প্রোগ্রাম অফিসার রাবেয়া খাতুন, মো. রায়হানুল ইসলাম প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।