গ্রেফতার এড়াতে ফেরারি হলেও মাসের শেষে কর্মস্থল থেকে নিয়মিত বেতন উত্তোলন করছেন রংপুরের ৩৫০ জন জামায়াত নেতা। এরা এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। পুলিশ হত্যা, নাশকতা, হামলা ও আওয়ামী লীগ কার্যালয়ে অগি্নসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামি হয়ে ফেরার হয়েছেন এই নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের ৩৫০ নেতা বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতা করেন। একাধিক নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি হয়ে তারা দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে পীরগাছা ও পীরগঞ্জ উপজেলার ৫৫টি ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর, অগি্নসংযোগ এবং ব্যালট পেপার ও বাঙ্ লুটপাট করেন জামায়াতের নেতা-কর্মীরা। পিটিয়ে আহত করেন পুলিশসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের। এসব ঘটনায় ১০০ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ হাজার নেতা-কর্মীকে আসামি করে ১৪টি মামলা করেন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা। এদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এমন জামায়াত নেতা রয়েছেন ২০০। এ ছাড়া গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর রংপুর নগরী এবং মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জ উপজেলায় ব্যাপক নাশকতা চালায় জামায়াত-শিবির। পুড়িয়ে দেয় মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। তাদের হামলায় পীরগাছায় এক পুলিশ কনস্টেবল নিহত হন। কোতোয়ালি থানার ওসির গাড়ি ভাঙচুর করা হয়। এসব সহিংস ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচটি মামলায় ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাড়ে ৯ হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়। এদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন ১৫০ জামায়াত নেতা। মামলার অন্যতম আসামির মধ্যে রয়েছেন রংপুর মহানগর জামায়াতের আমির, রানীপুকুর স্কুল ও কলেজের প্রভাষক মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি, রংপুর মডেল কলেজের প্রভাষক আনোয়ারুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির, মিঠাপুকুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম রব্বানী, সেক্রেটারি, রামরায়েরপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক, উপজেলা প্রচার সেক্রেটারি, পীরগঞ্জের ভেন্ডামারী কলেজের প্রভাষক শাহ্ হাফিজুর রহমান, পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির, পীরগঞ্জ আলিম মাদ্রাসার প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি নূরুল আমীন, পীরগাছা উপজেলা জামায়াতের আমির, পীরগাছা ডিগ্রি কলেজের প্রভাষক মোত্তালেব হোসেন, সেক্রেটারি, দেউতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বজলুর রশীদ মুকুল।
রানীপুকুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুল্লাহেল কাফি বলেন, প্রভাষক মাহবুবুর রহমান বেলাল কলেজে নিয়মিত আসেন না। এর পরও ব্যবস্থাপনা কমিটির নির্দেশে বেতন দেওয়া হচ্ছে।
পীরগাছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, প্রভাষক মোত্তালেব হোসেন দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন নিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।