দুর্বার প্রতিক
"ইসলাম শান্তির ধর্ম" নাকি "মুসলিমরা terrorist" :- শান্তির ধর্ম পালন করিলে তারা আবার terrorist হয় কেম্বে ??
আপনার মনে হয় না ?? :- একদিকে আপনার ধর্মকে "শান্তির ধর্ম" বলে শোনানো হচ্ছে, অপরদিকে আপনাকে আবার তাদের কাছেই "আমি terrorist না" চিত্কার করে প্রমান করতে উঠে পরে লাগতে হচ্ছে ??
এটা আসলে একটা Puzzle, এক কথায় বললে সমাধানটা হবে :- আমাকে একদিকে যেমন "Terrorist" আখ্যায়িত করে নিজেদের দেশের শান্তি রক্ষার নামে "অন্য/নিজ দেশের নিরপরাধ মানুষদের" মারা হয়, আবার অন্যদিকে সেই নিরপরাধ মানুষগুলো যখন "নিজ শান্তি রক্ষায় / জান-মাল-মান রক্ষায়/আত্মরক্ষায় শত্রুর বিরুদ্ধে রুখে দাড়াতে চাইবে" তখন তাদেরকে বোঝানো হয় "চান বাবারা, ভুলিলে কেমনে হয় যে ইসলাম শান্তির ধর্ম", তোমরা বাবা শান্তিতে থাকো, তোমরা তো আর terrorist না " !!!
ইসলাম যখন নিরবে থাকে :- মোনাফেক, কুফ্ফার ও কাফেরের দল ইসলামকে খোচানো শুরু করে, ইসলামকে নিয়ে ছলনাময়ী হিংস্র খেলায় মাতে।
আর এই ইসলাম যখন মাথা চারা দিয়ে ওঠে :- সেইদিন সেই কুফ্ফারের দল "আই কি কইচ্ছি, আই কি কইচ্ছি" বলিয়া লেজ গুটানো শুরু করে / পালাতে থাকে ।
আপনি যতই শান্তিতে থাকতে চাননা কেন, শয়তান আপনাকে শান্তিতে থাকতে দেবে না :- আর ইতিহাস বার বার ঘুরে ফিরে উল্টিয়ে পাল্টিয়ে আগের মতই "শুধু লেবাস" পাল্টিয়ে আসে।
"এবং আপনি কখনো আল্লাহর সুন্নাহয় পরিবর্তন দেখবেন না!- (সুরাহ ইসরাহ ৭৭)"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।