আমাদের কথা খুঁজে নিন

   

'আমার স্বামীর কী দোষ'

সাবেক এনএসআই কর্মকর্তা আসামি আকবর হোসেনের মৃত্যুদণ্ড ঘোষণার পর তার স্ত্রী সেলিমা সুলতানা বলেন, আমার স্বামীর কি দোষ ছিল, তিনি তো কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। দেশকে স্বাধীন করেছিলেন কি আজকে এই ফাঁসির জন্য। যুদ্ধের ময়দানেও তিনি যেমন দেশের জন্য কাজ করছেন, তেমনি যতদিন তিনি দায়িত্বে ছিলেন তা-ই করেছেন। রায় ঘোষণার পর কারাগারে নিয়ে যাওয়ার জন্য আকবর হোসেনকে গাড়িতে উঠানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার তিন মেয়ের মধ্যে একজন আমেরিকা প্রবাসী। ছোট মেয়ে বুয়েটে অধ্যয়নরত। তবে তিনি রায়ের বিষয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনামুল অসুস্থ : রায় ঘোষণার পর এজলাসের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক। এ সময় তার আইনজীবীরা মাথায় পানি দিয়ে কিছুটা সুস্থ করার চেষ্টা করেন এবং এনামুলকে কোলে করে গাড়িতে উঠানোর জন্য নিচে নামানো হয়। সাবেক মেয়র মহিউদ্দিন আদালতে : মামলার 'রায় জানতে' আদালত ভবনে যান নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদসহ অনেকে। দুপুর সোয়া ১২টার দিকে মহিউদ্দিন চৌধুরী নতুন আদালত ভবনের নিচে যান এবং কিছুক্ষণ অবস্থান করেন। এর পর আদালত ভবনের নিচতলার এক নম্বর মিলনায়তনে গিয়ে বসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.