পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামীকে জবাই ও স্ত্রীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য জানান, গতকাল সকালে গজালিয়া ইউনিয়নে জমিতে কাজ করা নিয়ে প্রতিপক্ষের লোকজন হাসমতি ত্রিপুরা (৪১) ও তার স্বামী ফ্রান্সিস ত্রিপুরাকে (৪৫) হত্যা করে। গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাসমতিপ্রংগঝিরি এলাকায় নিজেদের জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন হাসমতি ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্ত্রীকে হত্যার প্রতিবাদ করতে গেলে ফ্রান্সিসকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে তারা। লামা থানার ওসি শাহাজাহান খান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে তদন্তের সুবিধার্থে আসামির পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও জনপ্রতিনিধিরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।