আমাদের কথা খুঁজে নিন

   

একটি সম্ভাবনাময় জীবন কি ঝড়ে পড়বে ?



তানভীর হোসাইন রনি, বয়স ২৪ বছরের উদ্যমি , সদাহাস্যউজ্জল এ তরুনের নাম । বি.এ.এফ.শাহীন কলেজ, ঢাকা এর প্রাক্তন এবং সরকারী তিতুমীর কলেজের বর্তমানে একজন মেধাবী ছাত্র। মধ্যবিও বাবা মায়ের একমাত্র ছেলের সপ্ন ছিল পড়াশোনা শেয করে চার্টার্ট একাউন্টেন্ট হবার। কিন্তু সে সপ্ন যে আজ নিভে যেতে চলেছে। ২০০৮ সাল হতে দুরারোগ্য ব্লাড ক্যান্সার (Acute Leukaemia) আক্রান্ত হয়ে।

সেবার সবার সাহায্য নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সে। নতুন করে স্বপ্নের বীজ বোনে । জীবনকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখে। নতুন করে জয়ের স্বপ্ন দেখে


কিন্তু তার সে স্বপ্নের পথে বাধা হয়ে তার সে মরনব্যাধি রোগ আবার ফিরে আসবে কেউ তা ভাবতে পারে নি। তাইতো আজ আবার তা ঠিকানা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের (পিজি) ব্লক: ডি, ওয়ার্ড: ১৫১১, বেড: এন.এম.পি-৪ এ বেড।

গত ২ মাস ধরে পড়ে আছে ।


তাকে নিয়ে ৩১ জানুয়ারি ২০১৪ বাংলাভিশনে একটি রিপোর্ট প্রচারিত হয়েছে। রিপোর্টি দেখুন এখানে

ইতোমধ্যে তার নিন্ম মধ্যবিত্ত পরিবার ১৫ লক্ষ টাকা চিকিংসায় ব্যয় করে নিঃস্ব হয়ে পড়েছে। তার Bone Marrow Transplantation তথাপি জীবন বাচাঁতে ১ কোটি টাকার প্রয়োজন। আর তার পাশাপাশি প্রয়োজন O+(ও পজিটিভ) রক্ত ।



প্রিয় বন্ধুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় , বিশ্ব সাহিত্য কেন্দ্রে , বানিজ্য মেলায় সহ শহরের আশে পাশে ক্যাম্পইন করছে তার বন্ধুরা। উদ্দেশ্য একটাই প্রিয় বন্ধুকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে্য়ে আনা।

দ্রুত অর্থের ব্যবস্থা তথাপি দ্রুত চিকিংসার ব্যবস্থা করতে না পারলে একটি সম্ভাবনাময় জীবন অকালে ঝরে পড়বে ।

প্রতিদিনতো আমার কত টাকা কতভাবে খরচ করি। হ্য়ত অনেক সময় তার হিসাব ও থাকে না।

একবার ভেবে দেখুন না আপনার আমার আমাদের একটু ছোট সহযোগিতা পারে একটা তরতাজা জীবনকে ফিরিয়ে দিতে। আপনার ছোট একটা সাহায্য পারে একটি সুস্থ জীবন উপহার দিতে।
এদেশের ১৬ কোটি মানুষকি পারিনা একজন রনিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ? আমরা কি হেরে যাব ?
মানবিক ও ধর্মীয় দিক বিবেচনা করে সমাজের সকল সহৃদয়বান, বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবিশেষ অনুরোধ করছি।


সাহায্য পাঠানোর ঠিকানা:

তানিয়া ইসলাম
A/C: ১৯৩.১০১.০০৬৪৩৯৭
ডাচ্ বাংলা ব্যাংক লি;
প্রগতি সরনি শাখা, ঢাকা।

জিয়া
A/C: ১৯৩.১০১.০০৬১২৮৪
ডাচ্ বাংলা ব্যাংক লি:
প্রগতি সরনি শাখা, ঢাকা

বিকাশ নং(ব্যক্তিগত):
০১৯৩৬৫১৬০০৬ ,
০১৬৮৪৮৯৬৮০০,
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.