আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে আন্দোলনকারীদের পুলিশের ধাওয়া

বর্ধিত ফি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করে সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে ধর্মঘট চালিয়ে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে মাইক কেড়ে নেয়। এই আন্দোলনে আজ রবিবারও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে  সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভবনগুলোর আশেপাশে  অবস্থান নেন। বিভিন্ন আবাসিক হল থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী।

এরপর সকাল ৯টার দিকে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং দ্বিতীয় বিজ্ঞান ভবন ও তৃতীয় বিজ্ঞান ভবনের তালা ভেঙে দেয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে তাদের মাইক কেড়ে নেয় বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।  

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন গতকাল শনিবার বর্ধিত ফি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেও সান্ধ্যকোর্স চালু রাখার কথা বলায় শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানান। এ সময় মুন্নুজান, বেগম রোকেয়া, খালেদা জিয়া আবাসিক হলের ছাত্রীদের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। 'বর্ধিত ফি বাতিল কর', 'শিক্ষা বাণিজ্য এক সাথে চলে না'- ইত্যাদি স্লোগান দেন তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.