আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণে আর সহে না দারুন জ্বালা!

ভালবাসার কাঙ্গাল আমি, তৃষ্ণা মনে বেজায়, খাঁচা খুইলা পাখি দেখি কে থাকে আর কে যায়!.. https://www.facebook.com/HabluMama123 https://www.facebook.com/shah.abdul.korim


আহার না লয় গো মনে,
নিদ্রা নাই দুই নয়নে,
শয়নে-স্বপনে যায়না ভোলা..
বুঝাইলে না বুঝে মনে,
জ্বলে মরি প্রেমাগুনে,
অদর্শনে মন-প্রাণ উতলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..

আহা! এমন গান শাহ আব্দুল করিম ছাড়া আর কার হৈতে পারে?

অতি চমৎকার একটা গান! প্রথম যেদিন শুনছি, চোখ বেয়ে পানি পরছে.. এখনো শুনলে অন্যরকম অনুভূতি হয়!..

মূল লিংক ও ডাউনলোড লিংকঃ
Click This Link

_______________________

প্রেম-ফুলের গন্ধে,
ঠেকিয়াছি ফান্দে,
গলেতে পরেছি প্রেম-মালা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..

আহার না লয় গো মনে,
নিদ্রা নাই দুই নয়নে,
শয়নে-স্বপনে যায়না ভোলা..
বুঝাইলে না বুঝে মনে,
জ্বলে মরি প্রেমাগুনে,
অদর্শনে মন-প্রাণ উতলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..

কোকিল মত্ত মধুর গানে,
ভ্রমর মত্ত মধুপানে,
আমি কাঁদি বসিয়া নিরালা..
দিয়া আমায় প্রেমালিঙ্গন,
শান্ত করো পোঁড়া এ মন,
সরল তুমি নাম তোমার সরলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..

বাউল আব্দুল করিম বলে,
গণার দিন ফুরাইয়া গেলে,
যাবো চলে আমি যে একেলা..
ভাই-বন্ধু, পিতা-মাতায়,
কি করিবে ভবের মায়ায়?
দমের কোঠায় লাগবে যেদিন তালা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..

*********************

মূল লিংক ও ডাউনলোড লিংকঃ
Click This Link

আরো গান শুনতে চাইলেঃ
শাহ আব্দুল করিমের গান
হাবলু মামা'র পেইজ

ট্যাগঃ Shah Abdul Korim, Karim, Hablumama123, বাউল গান, হাবলু মামা, Folk Song, Bangla Song, শাহ আব্দুল করিম, রুহী ঠাকুর, Ruhi Thakur
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।