আমাদের কথা খুঁজে নিন

   

আদর্শের সংগ্রাম

ঈশ্বরই জ্ঞান , জ্ঞানই আত্মা। মানুষ মাত্রই জ্ঞানী। আমি মানুষ,আমার ঔরসে জন্মায় দেবতার কারিগর।

সশস্ত্র সংগ্রাম ( সামরিক বাহিনী বা উগ্রপন্থি দলের বিরুদ্ধে ) হচ্ছে আদর্শের সংগ্রামের সর্বশেষ ধাপ অর্থাৎ যখন সশস্ত্র সংগ্রাম ছাড়া আদর্শ সমুন্নত করার আর কোন উপায় থাকেনা। ৭১ এ যে উদ্দেশে সশস্ত্র সংগ্রাম হয়েছিল তা শতভাগ সফল হয়েছে সে সংগ্রাম বা যুদ্ধ ছিল স্বাধীন দেশের যা ৩০ লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হয়েছে ।

কিন্তু যদি কেউ বলে এটি মাত্র ৯ মাসের সংগ্রাম ছিল তাহলে ভুল বলা হবে। হ্যাঁ এটি ৯ মাসের যুদ্ধ বলা যায় যা বাঙালীর আদর্শের সংগ্রামের একটি ধাপ ।

কিন্তু আদর্শের এই সংগ্রাম শুরু হয়েছিল সেই ৫২ এর ভাষা আন্দোলন থেকেই যা আজো চলমান । যে আদর্শে দেশপ্রেম , ভাষার প্রতি শ্রদ্ধা , জাতির প্রতি দায় অর্থাৎ দেশ ও জাতির সার্বিক কল্যান জড়িত । দেশ ও জাতির যে কোন অমঙ্গল ও অকল্যানের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হচ্ছে বাঙালীর আদর্শ ।

এই আদর্শের সংগ্রাম কখনো শেষ হবেনা । যত দিন বাংলাদেশ থাকবে , বাঙ্গালী জাতি থাকবে ততদিন এই আদর্শের সংগ্রাম চলবে । হয়ত সংগ্রামের ভাষা , পথ ও প্রেক্ষাপট ভিন্ন হবে ।

এই আদর্শের যে কোন সংগ্রামেই সর্বদা এগিয়ে নিয়ে যাবে ৫২ , ৭১ এর চেতনা । প্রাণ দিয়েছে ৩০ লক্ষ মানুষ কিন্তু বীরশ্রেষ্ঠ ৭ জন , জাতির পিতা একজন।

যারা এই আদর্শের জ্বলন্ত পথমশাল।

দুটো সংগ্রামকে ভিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই । আদর্শের সংগ্রাম এর অর্থ অনেক ব্যাপক যেখানে সশস্ত্র সংগ্রাম আদর্শের সংগ্রামের একটি ধাপ। প্রতিটি সংগ্রাম তা যে আঙ্গিকেই হোক তা হয় আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যই ।

সশস্ত্র সংগ্রামে অনেক রক্ত ও জীবনের মূল্য দিতে হয় তাই সাধারণত এই পথে না যেয়ে অন্য সকল পথে সংগ্রাম বা অধিকার আদায়ের চেষ্টা করা হয় ।

কিন্তু সশস্ত্র সংগ্রামকে ছোট করে দেখার কোন উপায় নেই । কারণ আদর্শ প্রতিষ্ঠার জন্য এটি সর্বশেষ পথ বা ধাপ ।

আদর্শের সংগ্রামের কখন শেষ হয়না । কারণ আদর্শের সংগ্রাম হচ্ছে একটি জাতির চেতনার মশাল, এই আদর্শের চেতনাই জাতির রক্তপ্রবাহ । তাই এই মশাল স্থবির হয়ে যাওয়া মানে জাতি সত্তা বিলীন হয়ে যাওয়া, জতির চেতনা স্থবির হয়ে যাওয়া ।



যখন পহেলা বৈশাখ সবাই রমনা বটমূলে যায় সেটিও একটি সংগ্রাম , যখন ২১ শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেয়া হয় সেটিও একটি সংগ্রাম , ১৬ই ডিসেম্বর জাতীয় পতাকা ওড়ায় সেটিও একটি সংগ্রাম ।

যে কোন অবস্থা বা প্রেক্ষাপটে দেশ ও জাতির অস্তিত্ব ও চেতনার সাথে জড়িত প্রতিটি কাজ প্রতিটি শব্দ একটি সংগ্রাম।



এক বীরের মৃত্যু যে কোন ভাবেই কাম্য ও আরাধ্য। অনুপ্রাণিত হই ৩০ লক্ষ বীরের আত্মত্যাগে যাদের রক্তের সাক্ষ্য দেয় বাংলার পতাকা। আকাঙ্ক্ষার আগুনে পুড়ি ৭১ দেখি নাই।

যদি হতাম রফিক,বরকত অথবা নাম না জানা ৩০ লক্ষ্যের একজন । ভালোবাসি বাংলাদেশ।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.