ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে তা থৈ তা থৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম । । ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে । । ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে।
। দানব দলনী হয়ে উন্মাদিনী আর কি দানব থাকিবে বঙ্গে । । পরনের নাই কাপড়, পেটের নাই খাবার
আবার আইসে কইতে
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার
মরনের নাই ঠিকানা, গ্যারান্টি নাই বাঁচার
আবার আইসে কইতে
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার
বিচার নাই দেশে, সাহসও নাই চা'বার
আবার আইসে কইতে
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার
বিবেকের নাই বালাই, সময় নাই ভাবার
আবার আইসে কইতে
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার
বাঁধন নাই মনের, অভাব নাই আশার
তাইতো আইসি কইতে
হ্যাপী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার
তারপরও আশায় বুক বাঁধি এ বছর যাতে ছদ্মবেশে আগামী বছর রূপে ফিরে না আসে। এ বছরের সিকিভাগ যন্ত্রনা অন্তত লাগব হয় আগামী বছর।
দেশ ও জাতির রোগ,শোক,দুঃখ-দুর্দশা, জরা-জীর্ণতা, অভাব মুক্তি ঘটুক এই প্রত্যাশা। সকল অপ্রাপ্তির সাথে প্রাপ্তির সংযোগ ঘটুক এটাই চাওয়া। পরম করুণাময় যেন তাঁর অশেষ করুণার ভাণ্ডার হতে আমাদের বঞ্ছিত না করেন আগামী বছর এই কামনা। নতুন বছর হোক নবউদ্যমে জেগে ওঠার বাহানামাত্র। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।