আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ১

নওগাঁর পত্নীতলায় দুটি মটরসাইকেল ও ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে সংঘর্ষে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মটরসাইকেল আরোহী বিপুল কুমার মোহন্ত (৩২) উপজেলার বিষ্টপুর গ্রামের রবি মোহন্তের ছেলে। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও ৫জন আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বিকাল সাড়ে ৫টায় নওগাঁ-পত্নীতলা সড়কে কাঁটাবাড়ি কাঞ্চন মোড় নামক স্থানে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় সেখানে দুই দিক থেকে দুটি মটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। হঠাৎ করে তাদের মাঝখানে একটি ব্যাটারীচালিত অটোরিক্সা ঘোরাতে গেলে দুই মটরসাইকেল সেটির সাথে দুদিক থেকে সজোরে ধাক্কা লাগে। এতে দুই মটরসাইকেলের ৬ আরোহী এবং অটোরিক্সার চালক ছিটকে পড়ে যায়। সেই সাথে ঘটনাস্থলেই বিপুল কুমার মোহন্ত মারা যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.