পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সংবিধান মেনেই দেশে নির্বাচন হবে। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে। গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি বিশেষ করে সংবিধান থেকে এক চুলও নড়ব না- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরে আর আলোচনার সুযোগ রয়েছে কিনা তা জানতে চেয়েছিলেন কূটনীতিকরা। দীপু মনি বলেন, আলোচনার সুযোগ নেই- এমনটি প্রধানমন্ত্রীর বক্তব্যে নেই। ১৫তম সংশোধনীর পর সংবিধান যে অবস্থায় আছে সেভাবেই আগামী নির্বাচন হবে। একটি দেশ তার সংবিধান অনুযায়ীই চলবে- এটাই স্বাভাবিক। তবে এর মধ্যে থেকে যেখানে যতটুকু নমনীয় হওয়া যায় তার ভিত্তিতে সেখানে আলোচনার সুযোগ রয়েছে। দীপু মনি বলেন, আলোচনার জন্য পরিবেশ দরকার। সে পরিবেশ সবাইকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী যে উদারতা নিয়ে আলোচনার ডাক দিয়েছিলেন, তার বিপরীতে একটি আলটিমেটাম এবং ১৫ আগস্ট জাতির দুঃখজনক মুহূর্তে মিথ্যা বা বানানো জন্মদিন উৎসব করা হয়, তাহলে তা রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বৈরিতা সৃষ্টি করে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ছাড়াও 'অধিকার' সম্পাদক আদিলুর রহমান খান ও পোশাকশিল্পসহ বিভিন্ন ইস্যু উঠে আসে বলে ?জানান তিনি। অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের ব্যাপারে তার দেওয়া ব্যাখ্যায় কূটনীতিবিদরা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা আদিলুরের বিষয়ে বিদেশি কূটনীতিবিদদের উদ্বেগের কথা তুলে ধরলে তিনি বলেন, আমি তাদের জানিয়েছি, কেউ আইনের ঊধের্্ব নয়। যদি আইন ভঙ্গ করে জনগণের শান্তি নষ্ট হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।