নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, নতুন ছয় মন্ত্রী আমির হোসেন আমু পেয়েছেন গণপূর্ত, তোফায়েল আহমেদ শিল্প ও ভূমি, রাশেদ খান মেনন ডাক ও টেলিযোগাযোগ, বেগম রওশন এরশাদ স্বাস্থ্য, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ এবং রুহুল আমিন হাওলাদার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু যুব ও ক্রীড়া এবং অ্যাডভোকেট সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। সরকারের নীতিনির্ধারক মহলের সঙ্গে ঘনিষ্ঠ একটি দায়িত্বশীল সূত্র গত রাতে এ তথ্য জানিয়ে বলেন, তবে অন্তর্বর্তী সরকারের সব মন্ত্রীর দফতর বণ্টনের প্রজ্ঞাপন জারির আগমুহূর্তে কিছুটা পরিবর্তনও আসতে পারে। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে নতুন নিয়োগ পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি এবং দফতর বণ্টন না হওয়ায় গতকাল সচিবালয়ে আসেননি আট মন্ত্রী-প্রতিমন্ত্রী। দফতর বণ্টন ও গেজেট প্রকাশ আজ হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে পুরনোদের ব্যাপারেও পদত্যাগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তারাও আসেননি গতকাল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়া আর কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিবালয়ে আসেননি। এদিকে দিনের শেষ পর্যন্ত দফতরও পুনর্বণ্টন হয়নি। ফলে সর্বদলীয় সরকারের মন্ত্রী কারা হচ্ছেন আর মন্ত্রিপরিষদ থেকে কারা বাদ পড়ছেন তা একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কেউই জানেন না। ফলে পুরো প্রক্রিয়া নিয়ে একধরনের ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দু-এক জন মন্ত্রী-প্রতিমন্ত্রী সচিবালয়ের কর্মকতা-কর্মচারীদের কাছ থেকে সজল নয়নে বিদায় নিয়ে এসেছেন। অনেকেই আবার অপেক্ষায় রয়েছেন পুনর্নিয়োগের। এদিকে তথ্যমন্ত্রী বলেছেন, সর্বদলীয় সরকারে বিএনপি না হলে বহুদলীয় সরকার গঠন করা হবে, যার অধীনেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল দিনভর সংবাদকর্মীরা সচিবালয়ে জনপ্রশসান মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ছুটে বেরিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও সারাক্ষণ একই আলোচনা শোনা গেছে। কবে প্রজ্ঞাপন হবে, নতুন মন্ত্রীরা কবে থেকে অফিস করবেন, সর্বদলীয় সরকারে আরও কারা থাকছেন, পুরনোদের মধ্যে বাদ পড়ছেন কে কে_ এ নিয়েই আলোচনা হয়েছে দিনভর।
জানা গেছে, দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। এ ছাড়া আজ তিনি ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন। গতকাল দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা ছিল নতুন মন্ত্রীদের গেজেট প্রকাশ ও দফতর বণ্টন নিয়ে।
সর্বদলীয় সরকার গঠনে একধরনের ধোঁয়াশার সৃষ্টি হওয়ায় প্রশাসনের কাজকর্মও থমকে গেছে। রুটিনওয়ার্ক ছাড়া কেউ কোনো কাজ করছেন না। গুরুত্বপূর্ণ ফাইলে সই করছেন না। এমনকি অতীব জরুরি ছাড়া কোনো ধরনের বৈঠকেও অংশ নিচ্ছেন না প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।