আজ ১ জানুয়ারি জাতীয় পার্টির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেন। অন্যান্য বছর রাজধানীতে ঘটা করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলেও এবার সাদামাটা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে জাতীয় পার্টি। আলোকসজ্জা, র্যালি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো আয়োজন নেই। পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় ঢাকা মহানগর উত্তরের আলোচনা সভা, বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক, এরশাদ মুক্তি পাক।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।