উপলব্দি প্রকাশ করি নির্ভয়ে
আমাদের চারপাশে সতত অনেক ঘটনা ঘটছে। অনেক রহস্যের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। মানুষ সব সময় দেখা ও শোনার সাথে কিছু না কিছু যোগ করে। তিলকে তাল করতে পারে শুধুই মানুষ। অন্যকোন প্রাণীর ক্ষেত্রে এমনটি ঘটেনা।
পৃথিবীর তাবৎ রহস্যগুলো একযোগে কখনোই বুঝা সম্ভব নয়। কিছু ঘটনার ব্যাখ্যা পাওয়া সত্যিই মুশকিল। চলতে ফিরতে যা দেখি শুনি বা জানি সবকিছুতো আর লিখতে পারি না। মানুষ কল্পনা করতে ভালোবাসে। তবে সব কল্পনা ধারন করা যায়না।
মানুষ স্বপ্ন দেখে কিন্তু সব স্বপ্ন স্পর্শ করা যায়না। স্বপ্ন, বাস্তব আর কল্পনার মাঝে বসে নিরু চরিত্রের সৃষ্টি হলো-নিরু এক ধরনের বিশেষ চরিত্র। মানুষ হিসেবে কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্যের অধিকারি।
প্রথম উপন্যাসটি ছিল নিরু। এবারের বইমেলায় প্রকাশিত হল বিজ্ঞানী নিরু।
পাবেন -প্রতিভা প্রকাশ এর স্টলে। ৮৪ পৃষ্ঠা রঙিন বোর্ড বাঁধাই। মূল্য: মেলাকালীন সময়ে ১২০.০০ টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।