বসন্তের হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে মানুষ। শনিবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি গতকালও দিনভর ভুগিয়েছে পথচারীদের। গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে আকাশ ছিল মেঘলা। বৃষ্টি দিনভর অব্যাহত থাকলেও এর পরিমাণ কখনো বেড়েছে আবার কমেছে। বৃষ্টির কারণে কর্মজীবী মানুষ, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষরা বিশেষ করে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগের অন্ত ছিল না। এসএসসি পরীক্ষার্থীদেরও বৃষ্টিতে ভিজে গতকাল পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেছে। এদিকে শীতের শেষে আবহাওয়া কিছুটা উত্তপ্ত হতে শুরু করলেও গত দুইদিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা আবার কমতে শুরু করেছে। এতে ঢাকাসহ বিভিন্ন স্থানে শীত অনুভূত হচ্ছে। তবে আবহওয়া অধিদফতর জানায়, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।