আমাদের কথা খুঁজে নিন

   

গঠনমূলক আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্ব

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডবি্লউ মোজেনা বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। প্রধান দুটি দলের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তিনি আবারও সংলাপের তাগিদ দিয়ে বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘের মহাসচিব বান কি-মুন উভয়ই প্রধান দুই দলের নেত্রীকে এরই মধ্যে সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেলা ২টায় গাজীপুরের শ্রীপুরে প্লেজ হারবার স্কুল আয়োজিত '২০৪০ সালে বাংলাদেশ কেমন হবে' শীর্ষক একটি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান এ টি এম শহিদুল আলম, অধ্যক্ষ মারটিন এফ মাই বক্তব্য দেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মোজেনা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন এমপি, মাহবুবা আলম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজ হায়দার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

মোজেনা বলেন, কৃষি, সংস্কৃতি, শিল্প এবং প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ একটি উন্নত দেশ। আমি বিশ্বাস করি গার্মেন্ট শিল্পে বাংলাদেশ এক নম্বর হবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাহাজশিল্পে আলোকবর্তিকা হবে। বাংলদেশ একসময় বিশ্বে প্রযুক্তির ক্ষেত্রে চীনের বিকল্প হবে।

আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে এ দেশের ৬৪টি জেলা সফর করেছি।

বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার বাঘে পরিণত হবে। সব ক্ষেত্রে সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। অনুষ্ঠানে বাংলাদেশে আন্তর্জাতিক মানের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের সামিহা মাহবুব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.