যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালানো শিশুর সংখ্যা শুক্রবার ১০ লাখে দাঁড়িয়েছে। এ ছাড়া চলমান সংঘাতের কারণে দেশের সীমান্তের মধ্যে স্থানচ্যুত শিশুর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রধান অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, এটি বাস্তব যে শিশুরা তাদের ঘর, হয়তোবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর মুখোমুখি হয়েছে এমন আতঙ্কের, যা আমরা কেবল উপলব্ধি করতে শুরু করব।' জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় দুই বছর ধরে চলমান সংঘাতের কারণে শরণার্থী হওয়া মোট জনগোষ্ঠীর অর্ধেকই শিশু। অধিকাংশ সিরীয় শরণার্থী লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক ও মিসরে আশ্রয় নিয়েছে। বিবিসি, এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।