বরিশাল নগরীর হাসপাতাল রোডে বিকাশের ক্যাশ পয়েন্ট থেকে গুলি আর মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটিয়ে ফিল্মি কায়দায় ৫৯ লাখ ১০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বেলা ১টার দিকে এই ঘটনায় ক্যাশ পয়েন্টের কর্মকর্তা মনির হোসেন মনির, ইব্রাহীম ও রিয়াজ নামে ৩ জন গুলিবিদ্ধ হন। তাদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার পথে বিএম কলেজের মসজিদ গেট এলাকা থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চালক বরগুনার বেতাগীর শহীদুল ইসলামকে আটক করে থানা পুলিশ। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২২টি হাত বোমা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাশ পয়েন্টের ২ জন কর্মকর্তা একটি ব্যাংক থেকে ৫৯ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে নিজস্ব কার্যালয়ে ফিরছিলেন। তারা অফিসের কাছে পেঁৗছামাত্রা আগ থেকেই সেখানে অবস্থান করা দুর্বৃত্তরা আকস্মিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ক্যাশ পয়েন্ট কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে টাকা নিয়ে গুলি করতে করতে পালিয়ে যায়। ছিনিয়ে নেওয়া টাকার অঙ্ক নিয়ে বিভ্রান্তি থাকলেও ক্যাশ পয়েন্ট ডিলার মনির হোসেন লিটনের বোন ইসমত আরা জাহান জানান, আইএফআইসি ব্যাংক সদর রোড শাখা থেকে ৫৯ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে অফিসে ফিরছিলেন তাদের কর্মকর্তারা।এদিকে চাকা পাংচার হয়ে গেলেও ওই অবস্থায় প্রাইভেটকারটির চালিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা নেমে টাকাসহ পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ বিএম কলেজ মসজিদ গেটের কাছ থেকে চালক শহীদুলকে প্রাইভেটকারসহ আটক করে। এ সময় কারে তল্লাশি চালিয়ে পুলিশ ২২টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটক শহীদুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার (দক্ষিণ) টিএম মোজাহিদুল ইসলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।