সিরিয়ায় মানবিক ত্রাণবাহী গাড়িবহর প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে কূটনীতিকরা তাৎক্ষণিকভাবে এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ২০১১ সালের মার্চে সংকট শুরু হওয়ার পর এ পর্যন্ত তিনবার চীনের সমর্থন নিয়ে দামেস্ক সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে ভেটো দিয়েছে। দামেস্ক সরকারকে চাপে রাখতে নিষেধাজ্ঞার ওই প্রস্তাব করা হয়েছিল। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী দুই দেশ রাশিয়া ও চীন এবার সেরকম কিছু করেনি। সিরিয়ার প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জন্য জরুরি সহায়তা প্রয়োজন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।