আমাদের কথা খুঁজে নিন

   

কীর্তনখোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কো

কীর্তনখোলা নদীর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া পয়েন্টে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৭-এর ধাক্কায় সিমেন্টের কাঁচামালবাহী কোস্টার জাহাজ ডুবে গেছে। রবিবার রাত সাড়ে ৯টার এ ঘটনায় নিমজ্জিত কার্গোর মাস্টার, ড্রাইভার, সুকানিসহ ১১ জন শ্রমিক-কর্মচারীকে স্থানীয়রা উদ্ধার করেছে। দুর্ঘটনায় যাত্রীবাহী লঞ্চটির তলদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এর ঢাকা যাত্রা বাতিল হয়ে যায়। পরে ঢাকাগামী বিভিন্ন লঞ্চে বেশির ভাগ যাত্রীকে ঢাকায় পাঠানো হলেও কিছু যাত্রীকে ছোট ছোট লঞ্চে বরিশাল লঞ্চঘাটে ফেরত পাঠানো হয়। দুর্ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদফতর গতকাল মেরিন কোর্টের ম্যাজিস্ট্রেট সাইফুল হাসানকে প্রধান এবং সমুদ্র পরিবহন অধিদফতরের পরিদর্শক শফিক আইউবকে সদস্য করে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে সুন্দরবন নেভিগেশনের এমভি সুন্দরবন-৭ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এদিকে চট্টগ্রাম থেকে এমভি সালাউদ্দিন-৫ নামে একটি কোস্টার জাহাজ ৯০০ টন সিমেন্টের কাঁচামাল (ফ্লাইঅ্যাশ) নিয়ে বরিশালের দপদপিয়া ফেরিঘাটে এ্যাংকর সিমেন্টের কারখানার উদ্দেশে যাচ্ছিল। পথে সদর উপজেলার চরবাড়িয়া পয়েন্ট অতিক্রমকালে যাত্রীবাহী লঞ্চটি কোস্টার জাহাজটির মাঝবরাবর ধাক্কা দেয়। এতে কোস্টার জাহাজটির মাঝবরাবর ভেঙে মুহূর্তের মধ্যে ডুবে যায়। কোস্টারটি ডুবে যাওয়ার সময় এতে থাকা ১১ জন শ্রমিক-কর্মচারীর সবাই নদীতে ভাসতে থাকলে স্থানীয়রা নৌকা-ট্রলার নিয়ে তাদের উদ্ধার করে। এদের সবাই অক্ষত রয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.