আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনিক মুক্ত রাজনীতি প্রয়োজন: ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আজ আর্সেনিকের অনুপ্রবেশ ঘটেছে, কাজেই আর্সেনিক মুক্ত রাজনীতিও আজকে প্রয়োজন। আর্সেনিক মুক্ত রাজনীতি বলতে আমি বুঝি দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্মমুক্ত রাজনীতি।

লক্ষ্মীপুরের জনগনের জন্য আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মাধ্যমে আমরা সরেজমিনে নিয়ে এসেছি। এখন থেকে জনগণ সুপেয় পানি, বিশুদ্ধ পানির সুফল পেতে শুরু করবে বলে জানান তিনি।

আজ বেলা ১২ টায় লক্ষ্মীপুর পৌর শহরের আবির নগর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে আরো বলেন, রাস্তায় রাস্তায় শতশত গাছ কেটে ও রাস্তা কেটে খাল বানিয়ে ফেললেন এ গাছ ও রাস্তা গুলো কি আওয়ামী লীগ করে? তিনি হুশিয়ারী উচ্ছারন করে বলেন সহিংসতা ও নাশকতা দিয়ে সরকার হটানো যাবেনা। আগামী ৫ বছরের জন্য জনগণ আমাদের নির্বাচিত করেছে। বিএনপি বিহীন জাতীয় নির্বাচন অনাকাঙ্খিত হলেও বাস্তবতায় তা হয়েছে। ক্ষমতা কতদিন থাকে তা একমাত্র আল্লাহপাক ভালো জানেন বলে মন্তব্য করে তিনি ক্ষমতার দাপট না দেখাতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এর আগে ফিতা কেটে  পানি সরবরাহ ও স্যানিটেশন (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল ও পৌরসভার যৌথ উদ্দ্যেগে ১৬ কোটি ৩১ লাখ ৫৮ হাজার টাকা ব্যায়ে নির্মিত পানি শৌধানাগার ও উচ্চ জলাধার উদ্বোধন করেন তিনি।

সরকারী সফর হিসেবে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়ে সকাল ১০ টায় লক্ষ্মীপুর সরকারী কলেজ মাঠে অবতরণ করেন যোগাযোগমন্ত্রী।

লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষের উদ্দ্যেগে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র আবু তাহের এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের এমপি লায়ন এম আওয়াল, রায়পুরের আবু নোমান এমপি, সদর আসনের আলহাজ্ব শাহজান কামাল এমপি, রামগতি আসনের আব্দুল্লাহ আল মামুন এমপি।  

এছাড়াও উপস্থিত ছিলেন নুরুজ্জামান ডি,পি,এইচ,ই ঢাকা, প্রকল্প পরিচালক রবীন রায়হান আহমদ, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান, পুলিশ সুপার আবুল ফয়েজ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন প্রমুখ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.