বান্দরবানে সাংগু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. মো. তানবীর মাহমুদের লাশ দুই দিন পর মঙ্গলবার সকালে উদ্ধার করেছে ডুবুরিরা। সকালে নৌবাহিনীর ডুবুরিরা বেতছড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। সকাল ১১টায় বান্দরবান সেনা নিবাসে তার প্রথম জানাযা শেষে হেলিকপ্টারে তার লাশ ঢাকা নেওয়া হয়েছে। ২য় জানাজা শেষে বনানী সেনা কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
নিহতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম আবু তাহের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।