আমাদের কথা খুঁজে নিন

   

মাঠে নামছেন ফুটবল লিজেন্ডরা

টাইফুন হাইয়ানের আঘাতে বিধ্বস্ত ফিলিপাইনের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এসেছেন ফুটবল লিজেন্ডরা। রোনালদো, জিনেদিন জিদান, লুইস ফিগো ও পাওলো মালদিনিদের মতো লিজেন্ডরা মঙ্গলবার সুইজারল্যান্ডে একটি অল-স্টার প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হেনেছিল গত বছরের নভেম্বরে। দেশটি এখনো পুরোপুরি ওঠে দাঁড়াতে পারেনি। তাদের জন্য ফান্ড গঠনে ও দরিদ্রতার বিরুদ্ধে ১১তম বার্ষিক ম্যাচ খেলতে বিএসসি ইয়ং বয়েস অ্যান্ড ফ্রেন্ডসের বিপক্ষে রোনালদো, জিদানে অ্যান্ড ফ্রেন্ডসের ম্যাচ আয়োজন করা হচ্ছে। ৪ মার্চ বার্নের জাতীয় স্টেডিয়ামে এই লড়াই হবে। টিকিট এখনো বেচাকেনা হচ্ছে দেদার। রোনালদো ও জিদানের দলের হয়ে খেলতে যাওয়া এসি মিলানের সাবেক ডিফেন্ডার মালদিনি বলেন, 'আমাকে আমন্ত্রণ জানানোয় আমি খুবই খুশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.