আমাদের কথা খুঁজে নিন

   

আট দিনেও খোঁজ মেলেনি ছাত্রলীগ নেতা তানভীর

আট দিনেও খোঁজ মেলেনি রাজধানীর ভাটারা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান অঞ্জনের। গত ২৮ জানুয়ারি বিকাল থেকে রহস্যজনকভাবে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রায় ১৯ ঘণ্টা তানভীরের মোবাইল নম্বরটি সচল ছিল। তারপরও র্যাব-পুলিশ তাকে উদ্ধারে কোনো চেষ্টা চালায়নি। রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে তানভীরের বড় চাচা সিরাজ মোল্লা বলেন, ঘটনার দিন দুপুরের খাবার খেয়ে তানভীর মোটরসাইকেল নিয়ে উত্তরায় তার ঘনিষ্ঠ বন্ধু সানীর সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে ফেরার পথেই সে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরদিন ভাটারা থানায় একটি জিডি (যার নম্বর ১৪৭৫) করা হয়। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.