আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলায় সর্বশেষ গ্রিক স্মৃতিচিহ্ন**

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সন্ধান মিলে এ দেশে গ্রিকদের সর্বশেষ স্মৃতিচিহ্নের। তৎকালে নারায়ণগঞ্জে বসবাসকারী 'ডিমিট্রিয়াস' নামক এক গ্রিক পরিবারের চার সদস্যের স্মৃতিতে নির্মিত একটি সমাধিসৌধ রয়েছে এখানে। আনুমানিক ১৮০০-১৮৪০ সালের দিকে নির্মিত হয় এটি। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে এটি প্রায় বিলুপ্তির পথে।

টিএসসি ভেতরে সবুজ মাঠের দক্ষিণ কোনায় অবস্থিত এ সমাধিটি। হলুদ রঙের এই সমাধিসৌধটি দেখতে চতুষ্কোণ আকৃতির কুটিরের মতো। ভেতরে প্রবেশের পথ রয়েছে পূর্বদিকে। চারদিকে লোহার গ্রিল দিয়ে আটকানো এটি। ভেতরে প্রবেশের দরজার ওপর গ্রিক ভাষায় লেখা রয়েছে যার বাংলা অনুবাদ_ 'তারাই আশীর্বাদপ্রাপ্ত যারা সৃষ্টিকর্তা কর্তৃক নির্বাচিত হয়েছে মৃত্যুর জন্য।' ভেতরের দেয়ালে রয়েছে কালো রঙের নয়টি পাথর বা শিলালিপি। এর পাঁচটিতে গ্রিক এবং চারটিতে ইংরেজি ভাষায় লেখা।

অযত্ন-অবহেলায় অনেকটা বিবর্ণ আকার ধারণ করেছে সৌধটি। দেয়ালের কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে গ্রিক হাইকমিশনের অর্থায়নে সংস্কার করা হয়েছিল এটি।

গ্রিকসভ্যতার এই স্মৃতিচিহ্নটির কথা জানে না বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। মূলত কর্তৃপক্ষের উদ্যোগের অভাবকেই এর জন্য দায়ী করেছেন তারা। এস এম হলের শিক্ষার্থী আসিফউদ্দিন আহমেদ বলেন, সমাধিটি যদি সবার জন্য উন্মুক্ত থাকত তবে সবাই এ সম্পর্কে জানত। কিন্তু বন্ধ থাকার কারণে অনেকের এ সম্পর্কে ধারণা নেই।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আলমগীর হোসাইন বলেন, সৌধটি সংরক্ষণের দায়িত্ব নিয়েছে গ্রিক হাইকমিশন। কিন্তু অনেকদিন যাবৎ তারা এর কোনো সংস্কার কাজ করেনি। উপাচার্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকায় ইউরোপীয়দের আগমন ঘটে সতেরো শতকের প্রথমভাগে। ব্যবসার উদ্দেশে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজদের সঙ্গে গ্রিকরাও ঢাকায় আসে। ভারতে গ্রিকদের আগমন ঘটে ষোড়শ শতকের শুরুর দিকে। উপমহাদেশে যেসব গ্রিক এসেছিলেন তাদের বেশির ভাগই ছিল ব্যবসায়ী। অধিকাংশ গ্রিকের ঠাঁই হয়েছিল ঢাকা ও নারায়ণগঞ্জে। ১৭৭০ থেকে ১৮০০ সালের মধ্যে ঢাকায় দুই শতাধিক গ্রিক বসবাস করত। তারা বিশেষত কাপড়, পাট, লবণ ও চুনের ব্যবসায় করত। এখান থেকে পাট ও কাপড় ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করত। ব্যবসায়-বাণিজ্যের পাশাপাশি তারা এ দেশে স্থায়ীভাবে বসবাস শুরু করে। বংশ পরম্পরায় থেকে যান দীর্ঘদিন। তাদের অনেকেই এ দেশে মৃত্যুবরণ করেন এবং এখানেই সমাহিত করা হয়।

বহুকাল ধরে গ্রিকরা এখানে বসবাস করলেও বর্তমানে দেশে তাদের কোনো স্থাপত্য নেই বললেই চলে। ঢাকার রেসকোর্স মাঠে গ্রিক কবরস্থানসহ বিভিন্ন স্থানে সেসব স্মৃতিচিহ্ন ছিল তা বিলীন হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.