আমাদের কথা খুঁজে নিন

   

সব রাসায়নিক অস্ত্র হস্তান্তরে রাজি সিরিয়ù

রাশিয়ার প্রস্তাব, সিরিয়ার সম্মতি। শেষ পর্যন্ত সিরিয়ায় আর মার্কিন হামলা নয়। এজন্য সিরিয়ায় যে পরিমাণ রাসায়নিক অস্ত্র আছে তার তালিকা আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করবে। জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তিন দিনের বৈঠকের পর গতকাল শনিবার এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেনেভায় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কেরি বলেন, আমরা সম্মত হয়েছি, আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়া তার মজুদে থাকা সব রাসায়নিক অস্ত্রের পূর্ণ তালিকা (আন্তর্জাতিক সম্প্রদায়) জাতিসংঘের কাছে জমা দিবে। আর আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটির সব রাসায়নিক অস্ত্র জাতিসংঘ নিয়ন্ত্রণে নিয়ে নেবে বা সেগুলো ধ্বংস করা হবে। চুক্তি অনুযায়ী, যদি সিরিয়া এই চুক্তি ভঙ্গ করলে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক বল প্রয়োগ করা হতে পারে। সিরিয়ার সামরিক বাহিনী গত মাসে রাসায়নিক হামলা চালিয়ে কয়েকশ' মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ এনে সেখানে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র। সিরিয়া উপকূলে মোতায়েন করা হয় রণতরী। হামলা চালানোর পক্ষে সিদ্ধান্ত জানিয়ে তার জন্য কংগ্রেসের অনুমোদন চাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এএফপি, বিবিসি, আলজাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.