রোববার দুপুরে ঢাকা থেকে খুলনায় যাওয়ার পথে তার মৃত্যু হয়। দূরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
সিপিবির খুলনা নগন কমিটির সভাপতি এইচ এম শাহাদৎ জানান, সোমবার সকাল ৯টায় খুলনা আদালত প্রাঙ্গণে শ্রদ্ধা জানানো শেষে প্রথম জানাজা এবং সকাল ১১টায় শহীদ হাদিস পার্কে গার্ড অব অনার ও দ্বিতীয় জানাজা হবে।
এরপর বাদ জোহর তার নিবাস শহরের মুসলমান পাড়ায় তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
সরকারি বিএল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ফিরোজ দক্ষিণ-পশ্চিম জনপদের পরিবেশ আন্দোলন, বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতা, অপরিকল্পিত চিংড়ি চাষ, খাস জমি আন্দোলনে অন্যতম নেতা ছিলেন।
মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ ১৯৫৪ সালের ১ জুলাই নড়াইলের কালিয়ায় জন্মান।
তার স্ত্রী শিশু একাডেমীর সাবেক পরিচালক তৈয়্যবা খাতুন ও লন্ডনে বার অ্যাট-ল অধ্যায়নরত ছেলে তৌফিক আহমেদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।