ফেসবুক-ব্লগে কনসার্ট-পরবর্তী বক্তব্যগুলো পড়ে মনে হচ্ছে, বাঙালি সত্যিই দেশীয় শিল্পসংস্কৃতিকে সম্মান জানাতে পারে এবং প্রবলমাত্রায় হিন্দি অপছন্দ করে(?) কালকের কনসার্টে উপুর্যখপুরি হিন্দি গান শুনে বাঙালি প্রচণ্ডভাবে ক্রোধান্বিত, উত্তেজিত, ব্যথিত এবং হতাশাগ্রস্ত।
কনসার্টে দেশীয় শিল্পীদের কেন অবজ্ঞা করা হলো, কেন তাঁদের বাদ দিয়ে সারাক্ষণ হিন্দি গান শুনানো হলো, কেন আমাদের দেশের শিল্পীদের পর্যাপ্ত সময় এবং সম্মান দেওয়া হলো না ইত্যাদি প্রশ্ন করছে এবং জবাবদিহি চাচ্ছে সবাই।
কিন্তু আয়োজকদের কাছে এই প্রশ্নগুলো করবার আগে নিজেদেরকে কিছু প্রশ্ন করে নিলে ভালো হয় না?
কালকে আমরা স্টেডিয়ামে গিয়েছি বা টিভির সামনে বসেছি মূলত কাকে/কাদের দেখার জন্য? কার/কাদের জন্য আমরা অধীর আগ্রহে স্টেডিয়ামে বা টিভির সামনে বসে ছিলাম?
দিনের মধ্যে কত ঘণ্টা আমরা বাংলা চ্যানেল দেখি? কয়টা বাংলা সিনেমা দেখি? কয়টা বাংলা গান শোনো হয়? প্রক্ষান্তরে, হিন্দি কোন সিরিয়ালটা আমরা মিস করি? ভারতিয় বাংলা সিরিয়ালের কোনটার কাহিনী আমাদের মুখস্ত না? কোন হিন্দি ছবিটার খোঁজ আমরা রাখি না? কোন হিট হিন্দি গানটা আমাদের মোবাইলের রিংটোন হয়নি? ভারতের কোন রিয়ালিটি শো আমরা ব্যাগ্রভাবে গলাধকরন করি না?
আমাদের মোবাইল-পিসিতে হিন্দি গানের অডিও-ভিডিওর চাপে বাংলা গান রাখার মেগাবাইটই খুঁজে পাওয়া যায় না। আমাদের টিভিগুলোতে সারাক্ষণ চলতে থাকে নাইনএক্সএম, এমটিভি; বাংলা গানের অনুষ্ঠান আসলে সাথে সাথে চ্যানেল চেঞ্জ। মমতাজ, বাচ্চু, সাবিনার গান যারা শোনে তাদের প্রকাশ্যে কিংবা মনে মনে বলি ‘ক্ষ্যাত’।
শাকিব খান-অপুদের বলি হিজরা, অথচ আমাদের চোখে রণবির-ইমরান হট! সোনম-সোনাক্ষীর নাম বলার আগেই ‘উমম’ করে উঠি!
অন্যকে দোষ প্রশ্ন করবার আগে, দোষ দেবার আগে একাবার নিজেদের অবস্থানটা ভেবে নেওয়া উচিত নয় কি? চেতনা বা দেশপ্রেমের পরিধি কি শুধু একটি কনসার্ট দিয়ে পরিমাপ করা যায়? বছরের বাকি দিনগুলো, বাকি সময়গুলো আমরা কী করছি সেটা কি একটু ভেবে দেখা উচিত না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।