সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এক পর্যায়ে তারা হরতাল-অবরোধের হুমকি দেন। গতকাল দুপুরে রানা প্লাজার সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ১১ মাস হতে চলল এখনো আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি। ভবন ধসের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করলেও সরকার কিংবা বিজিএমইএ পাশে না দাঁড়িয়ে আমাদের পুলিশ দিয়ে লাঠিপেটাসহ গুলি করে হত্যার হুমকি দিয়েছে। রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কে এম মিন্টু বলেন, ১১ মাস ধরে আন্দোলন, সংগ্রাম করেছি বিজিএমইএ নেতারা কর্ণপাত করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।