আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা প্রথমপত্র

[পূর্ব প্রকাশের পর]৬.     তমঃ, তিমির ও জড়ত্বই কী?    উত্তর : তমঃ, তিমির ও জড়ত্বই অবিদ্যা। ৭.    কী কেবল অন্ধাকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়?    উত্তর : অবিদ্যা কেবল অন্ধকার পথে, ভ্রান্তির পথে নিয়ে যায়। ৮.    তমোগুণকে দমন করে কোনটি?    উত্তর : তমোগুণকে দমন করে প্রবল ক্ষাত্রশক্তি। ৯.    ‘রজোগুণ’ অর্থ কী?    উত্তর : ‘রজোগুণ’ অর্থ হলো ক্ষাত্রশক্তি। ১০.    বাঙালি আজম্ম কী?    উত্তর : বাঙালি আজম্ম দিব্যশক্তি সম্পন্ন।

১১.    বাঙালির কী জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না?    উত্তর : বাঙালির ক্ষাত্রশক্তি জাগল না বলে দিব্যশক্তি কোনো কাজে লাগল না। ১২.    বাঙালির কিসের আগ্নেয়গিরি, অগ্নি উদ্গিরণ করল না?    উত্তর : বাঙালির চন্দ্রনাথের আগ্নেয়গিরি, অগ্নি উদ্গিরণ করল না। ১৩. প্রত্যেক মানুষই কী?    উত্তর : প্রত্যেক মানুষই ত্রিগুণান্বিত। ১৪.    মানুষের ত্রিগুণ কী কী?    উত্তর : মানুষের ত্রিগুণ হচ্ছে সত্ত্ব, রজঃ ও তমঃ। ১৫.    সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে কোনটি?    উত্তর : সর্ব অসৎ শক্তিকে পরাজিত করে সত্ত্বগুণ।

১৬.    সত্ত্বগুণের প্রধান শত্রু কোনটি?    উত্তর : সত্ত্বগুণের প্রধান শত্রু তমোগুণ। ১৭.    তমঃকে শাসন করতে পারে কে?    উত্তর : তমঃকে শাসন করতে পারে একমাত্র রজোগুণে। ১৮.    বাঙালির মস্তিষ্ক ও হৃদয় কেমন?    উত্তর : বাঙালির মস্তিষ্ক ও হৃদয় ব্রহ্মময়। ১৯.    বাঙালির দেহ ও মন কেমন?    উত্তর : বাঙালির দেহ ও মন পাষাণময়। ২০.    বাংলার কী নিত্য প্রসন্ন?    উত্তর : বাংলার আকাশ নিত্য প্রসন্ন।

অনুধাবনমূলক১.     বাঙালি কবে অসাধ্য সাধন করবে? ব্যাখ্যা কর। ২.     বাঙালির দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন? ব্যাখ্যা কর। ৩.     বাঙালি কীভাবে তাদের চেতনাশক্তিকে হারিয়ে ফেলেছে? বুঝিয়ে বল। ৪.     অবিদ্যা বলতে কী বোঝায়?৫.     ‘বাঙালি আজন্ম দিব্যশক্তিসম্পন্ন। ’ - কথাটির অর্থ ব্যাখ্যা কর।

৬.     ‘সত্ত্বগুণের প্রধান শত্র“ তমোগুণকে ক্ষাত্রশক্তি দমন করে। ’- ব্যাখ্যা কর। ৭.     ‘বাংলার হিমালয়কে তারা সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন বলেছেন। ’ কারা? বুঝিয়ে বল। ৮. বাংলাকে সকল দেশের রানি বলা হয় কেন? ব্যাখ্যা কর।

৯. বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হয়েছে কেন? বুঝিয়ে বল। ১০.    বাঙালির দেহ ও মনকে পাষাণময় বলা হয়েছে কেন? ব্যাখ্যা কর। পড়ে পাওয়া১.    কালবোশেখির ঝড় মানেই কী?    উত্তর : কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো। ২.    কে লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে?    উত্তর : বিধু লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে। ৩.     আম কিসের মতো ঝরছে?    উত্তর : আম শিলাবৃষ্টির মতো ঝরছে।

৪.    টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে কী বলে?    উত্তর : টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে ডাবল টিনের ক্যাশ বাক্স বলে। ৫.    ডাবল টিনের ক্যাশ বাক্স কারা কুড়িয়ে পেয়েছে?    উত্তর : ডাবল টিনের ক্যাশ বাক্স লেখক ও তার বন্ধু বাদল কুড়িয়ে পেয়েছে। ৬. লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং কোথায় বসল?    উত্তর : লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে। ৭.     ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ কে দিল?    উত্তর : ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল বিধু। ৮.    ‘বাবু, ইদিরভীষণ কার নাম?’- এ প্রশ্ন কাকে করা হয়েছিল?    উত্তর : ‘বাবু, ইদিরভীষণ কার নাম?’- এ প্রশ্ন লেখককে করা হয়েছিল।

৯.     বন্যায় কারা নিরাশ্রয় হলে গেল?    উত্তর : বন্যায় অম্বরপুর চরের কাপালীরা নিরাশ্রয় হয়ে গেল। ১০.    ভাদুই কুমোর কী চাইতে এসেছে?    উত্তর : ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। ১১. ‘আজ এখানে দুটি ডাল-ভাত খেও। ’- এটা কাকে বলা হয়েছে?    উত্তর : ‘আজ এখানে দুটি ডাল-ভাত খেও। ’- এটা জনৈক কাপালীকে বলা হয়েছে।

১২.    কাপালীর হারানো বাক্সের ভেতর ভেতর নগদ কত টাকা ছিল?    উত্তর : কাপালীর হারানো বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল। ১৩.    বিধু ভবিষ্যতে কী হবে বলে সবার ধারণা?    উত্তর : বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সবার ধারণা। ১৪.    কাপালী লোকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগল?    উত্তর : বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালী লোকটার চোখ দিয়ে জল ঝরতে লাগল। ১৫.    কতক্ষণের মধ্যে চণ্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল?    উত্তর : আধঘণ্টার মধ্যে চণ্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল। ১৬.    লেখক নদীর চরে কাদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন?    উত্তর : লেখন নদীর চরে কাপালীদের ছোট ছোট ঘরবাড়ি দেখেছেন।

১৭.    কালোমতো লোকটি কত দিন পর এসে বাক্স দাবি করল?    উত্তর : কালোমতো লোকটি তিন দিন পর এসে বাক্স দাবি করল। ১৮. কোথায় ব্যাঙ ডাকছে?    উত্তর : নরহরি বোষ্টমের ডোবায় ব্যাঙ ডাকছে। ১৯.    লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়?    উত্তর : লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়। ২০.    বাডুষ্যেদের মাঠের বাগানে কী জাতের আমগাছ আছে?    উত্তর : বাডুষ্যেদের মাঠের বাগনো চাঁপাতলী জাতের আমগাছ আছে। অনুধাবনমূলক১.    ‘কালবোশেখির ঝড় মানেই আম কুড়ানো।

’- ব্যাখ্যা কর। ২.    ‘যে আগে গিয়ে পৌঁছাতে পারে তারই জয়। ’- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?৩.     ডাবল টিনের ক্যাশ বাক্স সম্পর্কে যা জান লেখ। ৪.     লেখকের মন থেকে ভূতের ভয় চলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর। ৫. লেখক ও তার বন্ধুদের গুপ্ত মিটিং- এ বসার কারণ ব্যাখ্যা কর।

৬. লেখক ও তার বন্ধু বাদলের মন হঠাৎ বদলে গেলে কেন?৭. বিধু কেন ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল?৮. ‘ওর নয় রে, লোভে পড়ে এসেছে। ’- বিধুর এ কথা বলার কারণ ব্যাখ্যা কর। ৯. অম্বরপুর চরের কাপালীদের সর্বস্বান্ত হওয়ার কারণ দর্শাও। ১০. ‘অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট। ’- জনৈতক কাপালীর একথা বলার কারণ ব্যাখ্যা কর।

১১. বিধু বাক্সের প্রকৃত মালিককে রসিদ লিখে দিতে বলল কেন?তৈলচিত্রের ভূত১.    কে নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন?    উত্তর : পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। ২.     নগেন কোথায় থেকে কলেজে পড়ে?    উত্তর : নগেন তার মামাবাড়িতে থেকে কলেজে পড়ে। ৩.     নগেনের মামা কী রকম লোক ছিলেন?    উত্তর : নগেনের মামা কৃপণ লোক ছিলেন। ৪.     মনে মনে নগেন তার মামাকে প্রায়ই কোথায় পাঠাত?    উত্তর : মনে মনে নগেন তার মামাকে প্রায়ই যমের বাড়ি পাঠাত। ৫.    নগেনের মামা শেষ সময়ে নগেনের জন্য কী করেছেন?    উত্তর : নগেনের মামা শেষ সময়ে নগেনের নামে টাকা উইল করেছেন।

৬.    পাগল সহজে কী টের পায় না?    উত্তর : পাগল সহজে টের পায় না যে সে পাগল হয়ে গেছে। ৭.     নগেন মরিয়া হয়ে ডাক্তারকে কী জিজ্ঞেস করেছিল?    উত্তর : নগেন মরিয়া হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করেছিল যে, সত্যই প্রেতাত্মা আছে কিনা। ৮.     নগেনের কাহিনী কেমন ছিল?    উত্তর : নগেনের কাহিনী ছিল অবিশ্বাস্য আর চমকপ্রদ। ৯.     নগেন কোনোদিনও কী কল্পনা করতে পারেনি?    উত্তর : নগেনের মামার এরকম উদারতা নগেন কোনোদিনও কল্পনা করতে পারেনি।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.