দীর্ঘ প্রতীক্ষার পর জয় পেল বাংলাদেশ টাইগাররা। বহু প্রতীক্ষিত জয়ে বাংলাদেশ দলের সাথে সাথে আনন্দিত ১৬ কোটি প্রান। আফগানিস্তানকে মাত্র ৭১ রানে আটকে দিয়ে আবারও নিজেদের শক্তি জানান দিল বাংলাদেশী বোলাররা। তামিম, আনামুল ও সাকিবের ব্যাটিং এ সহজ জয় পেল সারা দেশ। তবে এই জয় শেষ কথা নয়।
জয়ের আনন্দে আনন্দিত হতে হবে কিন্তু গা ভাসানো যাবে না।
এ বছর এশিয়া কাপে বাংলাদেশ হারলেও ব্যাট হাতে ভাল খেলেছে বাংলাদেশ। বোলিং মোটামুটি করলেও হারার মূল কারন ফিল্ডিং। খেলায় যখন বাংলাদেশ ভাল অবস্থানে থাকে তখন অতি উৎসাহে কিংবা অবহেলায় ফিল্ডিং মিসের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। খেলার শুরুতে যে খেলোয়াড় কঠিন ক্যাচ মিস করেনা শেষে সেই আবার সহজ ক্যাচ ছয় করে দেয়।
একবার খেলায় একটু চাপে পড়লেই বাংলাদেশের জেতা ম্যাচ হয়ে যায় অন্য দলের। এই চাপকে পাশ কাটানোই ভাল দলের বৈশিষ্ট্য। আমরা এতদিন হল খেলছি তাও নিজেদের ভাল দল ভাবতে পারিনা এখানেই আমাদের দুর্বলতা।
গত ১ বছরে আমাদের অনেক বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে। নিউজিল্যান্ডকে বাংলা ওয়াস খুব বেশীদিন আগের কথা নয়।
এই ম্যাচগুলোর কথা আমাদের মনে করতে হবে।
আমরা জিততে পারি বা জেতার মত সব গুণই আমাদের আছে। শুধু আমাদের দিনে আমরা জিততে পারি এই ধারনার অবসান করা উচিত। সব দিনকেই আমাদের দিনে পরিনত করার অভ্যাস করতে হবে।
এবার টি২০ বিশ্বকাপে আমাদের আশা বড় করতে হবে।
আমরা সেমি নয় বরং ফাইনাল খেলার স্বপ্ন দেখতেই পারি। এই স্বপ্ন পুরনের জন্য আমাদের মনোবল চাঙ্গা করতে হবে। বনের বাঘ খাওয়ার আগে যাতে মনের বাঘ না খায় সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। তবেইত সম্ভব হবে একটি কাপ জেতার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।