আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়ীদের দাবি

রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ও বিরোধীদলীয় নেতার কাছে দাবি জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের নেতারা। লাগাতার হরতাল, অবরোধ ও অন্তর্ঘাতে বিপর্যস্ত শিল্পোদ্যোক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কাছে স্মারকলিপিও দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারকলিপি গ্রহণ করে হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে পোশাক কারখানার নিরাপত্তা রক্ষার আশ্বাস দিয়েছেন। সহিংস ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। স্মারকলিপিতে আমদানি-রপ্তানি নিবিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন তৈরি পোশাক শিল্পের নেতারা। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেছেন, হরতাল-অবরোধ তিনি দেননি। এ বিষয়ে তৈরি পোশাক শিল্পের নেতাদের বিরোধীদলীয় নেতার সঙ্গে আলাপ করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতার সঙ্গে তৈরি পোশাক শিল্পের নেতাদের দেখা না হলেও তার পক্ষ থেকে এক উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি স্মারকলিপিটি বিরোধীদলীয় নেতার কাছে পেঁৗছে দেওয়া এবং তাদের দাবি-দাওয়া নিয়ে আলাপ করারও প্রতিশ্রুতি দেন। সরকারি ও বিরোধীদলীয় নেতার কাছে তৈরি পোশাক শিল্পের নেতাদের স্মারকলিপিতে সামগ্রিকভাবে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মনোভাব প্রকাশ পেয়েছে। দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাও এর সঙ্গে সম্পৃক্ত। ব্যবসা-বাণিজ্য ব্যাহত হলে শুধু ব্যবসায়ী সম্প্রদায় নয়, দেশের অর্থনীতিও বিপর্যয়ের শিকার হয়। হাজার হাজার মানুষের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তৈরি পোশাক শিল্পের সঙ্গে ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এবং অন্তত দেড় কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। রাজনৈতিক সংঘাতের কারণে এ খাতটি বিপর্যস্ত হবে তা কোনোভাবেই কাম্য হতে পারে না। বাংলাদেশ এ মুহূর্তে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ। প্রথম স্থানের হাতছানি তাদের সামনে। সাংঘর্ষিক রাজনীতি তাদের শুধু এগিয়ে যাওয়ার পথই রুদ্ধ করছে তা নয়, বর্তমান অবস্থান ধরে রাখার ক্ষেত্রেও সংকট সৃষ্টি করছে। আমরা মনি করি, তৈরি পোশাক শিল্পই শুধু নয়, রাজনৈতিক সংঘাত থেকে দেশের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন প্রক্রিয়া যাতে মুক্ত থাকে, সে বিষয়ে সরকার ও বিরোধী দলকে যত্নবান হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.