আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফির পরিবর্তে রুবেল

আফগানিস্তান ম্যাচে প্রথম বলেই উইকেট নিয়ে ক্রিকেটভক্তদের উচ্ছ্বাসে মাতিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। নেপালের বিপক্ষেও চমৎকার বোলিং করেছেন নড়াইল এঙ্প্রেস। ৪ ওভারে ২৩ রানে উইকেট নিয়েছেন একটি। তবে ফর্মে থাকা মাশরাফি কিছুটা ব্যথা অনুভব করছেন সেই পুরনো ক্ষতে। ঠিক ইনজুরি না হলেও কোনো ঝুঁকি নিতে রাজি নন টিম ম্যানেজমেন্ট। আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাশরাফির বিপক্ষে দলে দেখা যাবে রুবেলকে। গতকাল সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করলেন কোচ জার্গেনসেন। 'মাশরাফিকে নিয়ে ভয়ের কিছু নয়। তবে আজ সে বিশ্রামে থাকছে। তার পরিবর্তে দলে খেলবে রুবেল।' গতকাল অনুশীলনেই বুঝা গেছে মাশরাফির অনুপস্থিতির বিষয়টি। সামান্য ওয়ার্মআপ করেই তিনি ড্রেসিং রুমে চলে গিয়েছিলেন। আজ ম্যাচে থাকছেন না মাশরাফি। এমনকি মাঠেও থাকতে পারছেন না। আজই ফিরছেন ঢাকায়। চূড়ান্ত পর্বের আগে মাশরাফি পূর্ণ সুস্থ হয়ে উঠুক, এই প্রত্যাশাই সবার। কোচ এবং অধিনায়ক, দুজনেই স্বীকার করেছেন, মাশরাফির কোনো বিকল্প নেই বাংলাদেশের হাতে। রুবেলের মতো আজ দলে দেখা যেতে পারে মুমিনুলকেও!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.