আমাদের কথা খুঁজে নিন

   

তাবলিগ জামাতের আমিরের ইন্তেকাল

বিশ্ব তাবলিগ জামাতের আমির, দিলি্লর জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, টঙ্গীর তুরাগে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনাকারী ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়েরুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মঙ্গলবার সকালে নয়াদিলি্লর ড. রাম মনোহর লোহিয়া হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব আল্লামা শেখ মুহাম্মাদ আবদুল জব্বার জাহানাবাদী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মাওলানা জোবায়েরুল হাসানের মৃত্যুতে তাবলিগ জামায়াত হারিয়েছে তাদের একজন সুযোগ্য আমিরকে। মুসলিম উম্মাহ হারিয়েছে একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে। বিএনপি চেয়ারপারসন বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা জুবায়েরুল হাসান (র.) ইসলামী জ্ঞানচর্চার মাধ্যমে আদর্শ মানুষ হওয়ার যে বাণী প্রচার করেছেন তা মুসলিম উম্মাহর মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.