ইউক্রেনে দুই মাস ধরে চলা প্রতিবাদ-বিক্ষোভের অবসান ঘটানোর চেষ্টায় প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ শেষ পর্যন্ত পদত্যাগের প্রস্তাবই দিলেন। সামাজিক ও রাজনৈতিক আপসের লক্ষ্যে এ পদক্ষেপ নিচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। বিক্ষোভ নিষিদ্ধ করে ইউক্রেনে পাস হওয়া বিতর্কিত এক আইন নিয়ে পার্লামেন্টের জরুরি অধিবেশনে বিতর্ক চলার মধ্যে আজারভ এ পদক্ষেপ নিলেন। দেশটির সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে গোটা সরকারের পদত্যাগ। আজারভ জানান, দেশে সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে তিনি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ব্যক্তিগতভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দেশের দ্বন্দ্ব্ব-সংঘাতময় পরিস্থিতির কারণে অর্থনীতি ও সামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এতে হুমকিতে দেশের প্রতিটি নাগরিক এবং সর্বোপরি গোটা সমাজই হুমকির মুখে পড়েছে। আলজাজিরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।