কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন অসি পেসার রায়ান হ্যারিস। অস্ট্রেলিয়ান 'এ' দলের সহকারী কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়ার হয়েছে। আগামী জুলাই-আগস্টে ভারতীয় 'এ' এবং দক্ষিণ আফ্রিকান 'এ' দলের বিপক্ষে বেশ কয়েকটি প্রথম শ্রেণীর ও সীমিত ওভারের ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেই প্রধান কোচ মাইকেল ডি ভেনুটোকে সহযোগিতা করবেন ৩৪ বছর বয়সী জনপ্রিয় এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। গত বছর অ্যাশেজে দারুণ চমক দেখিয়েছেন এই পেসার। মার্চে হ্যারিসের হাঁটুতে অস্ত্রোপচার করায় তিনি দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে আশা করা হচ্ছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে দলে ফিরবেন। এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, হ্যারিস এখন বিশ্রামে। তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আর তাই এই সুযোগে নিজের কোচিং দক্ষতাও প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।