দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর রাগারাগি
স্বামীর উপর স্ত্রীর রাগঃ
শাশুর-শাশুড়ীর সেবা করতে বললে
বেশী দিন বাপের বাড়ীতে থাকতে নিষেধ করলে
পকেট থেকে চাহিবামাত্র অর্থ বের করে দিতে না পারলে
সেজেগুজে বেপর্দা হয়ে ঘরের বাইরে চলাফেরা করতে নিষেধ করলে
মা-বাবার অনুমতি ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করলে
স্ত্রীর কথামতো ও শাশুরবাড়ী পরামর্শ মত না চললে
হিন্দী চ্যানেল দেখা থেকে বিরত থাকতে বললে
ছোট ভাইকে চাকরী ব্যবস্থা করে দিতে না পারলে
বেশী রাত করে বাসায় ফিরলে
সিগারেট খেতে দেখলে
স্ত্রীর উপর স্বামীর রাগঃ
অসৎ পথে হলেও বেশী অর্থ উপার্জনের জন্য চাপ সৃষ্টি করলে
প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ করতে দেখলে
নিজের মা-বাবার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে
বোনেরা বেড়াতে আসলে স্ত্রী মুখ কালো করে থাকলে
ভাই-বোন-ভাবীদের সাথে ঝগড়া করলে
বাসায় অপরিস্কার-অরিছন্ন করে রাখলে
বাবা-মায়ের সামনে সন্তানদেরকে মারপিট করতে দেখলে
পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করতে চাইলে
যৌথ পরিবারের সুখের সংসার থেকে বের হয়ে আলাদা হয়ে বসবাস করার জন্য বাধ্য করলে।
আরো অনেক কারণে স্বামী-স্ত্রী রাগ করে থাকে। এই রাগারাগি থেকে অনেক সময় দীর্ঘদিন পর্যন্ত দুজন কথা বলা থেকে বিরত থাকে। রাগারাগির কারনে স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কে ফাটল ধরে। রাগারাগি চরম পর্যায়ে পৌছে গেলে অনেক সময় ছাড়াছাড়িও হয়ে থাকে। তাই বলি কি, দুই দিনের এই দুনিয়ায় বেশী রাগারাগি না করে সবকিছু হাসি-মুখে মেনে নিয়ে একটু ত্যাগ স্বীকার করে সংসার করলে সেই সংসার সুখের হয়, শান্তির হয়।
আরেকটা কথা মনে রাখা উচিত" রেগে গেলে তো হেরে গেলেন।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।