আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ২৫ ঘর

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামে এক অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে ৮টি গবাদি পশু। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।এছাড়া আগুন নিভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।

জানা যায়, বাগমারা গ্রামের মামুন শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে বাবুল মোল্লার দুটি, ইদ্রিস শেখের তিনটি, শহিদুল ইসলামের দুটি, জব্বারের দুটি, বাবুল শেখের দুটি, জসিম মোল্লার তিনটি, মামুন শেখের দুটি, আয়নাল শেখের তিনটি, মোতালেব শেখের দুটি, জালাল শেখের একটিসহ ২৫ ঘর ও ৮টি গবাদিপশু সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে নারীসহ সাতজন দগ্ধ হয়েছেন। পরে এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.