নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর ও খেয়ারশুকনা গ্রামের মাঠে পূর্বশক্রতার জের ধরে অতিমাত্রার আগাছানাশক রাসায়নিক ওষুধ প্রয়োগ করে আদিবাসিসহ চার বর্গাচাষির লাগানো প্রায় ১১বিঘা জমির বোরো ধান সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে দুর্বৃত্তরা এই ফসলের সঙ্গে শক্রতা করে। এতে করে এসব চাষির প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। ফসলের উপর নির্ভরশীল ওইসব পরিবার বোরো আবাদ ঘরে তুলতে না পারার কারণে তাদের চলতি মওসুমে অভুক্ত কাটাতে হবে। অতিমাত্রার আগাছানাশক রাসায়নিক প্রয়োগ করে ধান নষ্ট করার কারণে ওই ধান গাছ থেকে আর ধান উৎপাদন সম্ভব নয় বলে জানিয়েছেন নওগাঁ কৃষি বিভাগের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান মন্ডল। এদিকে ধামইরহাট থানার কর্তব্যরত এসআই আখতার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।