বন্ধ্যা পৃথিবীতে আজ
নির্বাক বসন্ত
সর্বোচ্চ ব্যর্থতায় বুদ্ধের অমোঘ বাণি
“অহিংস পরম ধর্ম”।
রক্তের হোলিখেলা
খাইবার পাস থেকে মধ্য এশিয়া হয়ে
সাহারা মরুভূমি ।
রক্তস্নাত ধুলিকণাঃ এতিম শিশুদের কান্না
বিধবার মাতম ।
ব্যর্থতায়, অব্যর্থ অহিংস বাণি-
“ওম শান্তি ওম” ।
এখন প্রতীক্ষা শুধু
ইমাম মেহেদী-
ইসলামে মানুষের শেষ ত্রাতা ।
ভূমধ্য সাগরের জল সিঞ্চন করে। অথবা-
আলপাইন পর্ব্ববতমালার চুড়া বেয়ে আসা
অন্য প্রতীক্ষা-
মহামতি ঈশা(রঃ)-র শুভ প্রত্যাবর্তন ।
অতঃপর-
অমানিশা ঘোর অন্ধকারে নিমজ্জিত পৃথিবী
কাটবে বন্ধ্যাত্বের অচলায়তন
অশুভের হারমানা শেষে
জীব-জড় প্রাণিকুলের অনন্তের পথে প্রস্থান ।
ব্রম্মাণ্ডের যবণিকায়
কেউ নেই পাহারায়
সুনসান নিরবতায়
প্রতিপালকের জয়গান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।