কর্মকর্তাদের অদক্ষতা ও অনুসন্ধানে অস্বচ্ছতার কারণেই আসল ঘটনা প্রমাণ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ রবিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, 'দুদকের ব্যর্থতা আইনের জন্য নয়। অনুসন্ধান ও তদন্তের মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাহলে দুদক আইনের মধ্যে থেকেই আসল ঘটনা প্রমাণ করা সম্ভব হবে। আর এর অভাবেই কিছু মামলা প্রমাণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।
'
মন্ত্রী বলেন, দুদক আইন আদালতের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে একটি আদর্শ আইনে পরিণত হয়েছে। যে কেউ আইনের মধ্য থেকে অনুসন্ধান ও তদন্ত করলে কোনও ফাঁকফোকর থাকার কথা নয়। '
দুদক কর্মকর্তাদের আরও দক্ষ হওয়ার তাগিদ দিয়ে আনিসুল হক বলেন, দুদকের কর্মকর্তারা হচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিংয়ের আসল লোক। আইনের মধ্যে থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করলে ব্যর্থ হওয়ার কথা নয়। তাই দুদক কর্মকর্তাদের আরও দক্ষ করতেই এই কর্মশালার আয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।