আমাদের কথা খুঁজে নিন

   

মরিনহো, রোনাল্ডো আর মেসি ভাবনা ব্রাজিল উপহাস ,

salman.mohammad999@gmail.com রিয়াল যে ভাবে খেলতেসে তাতে আগামি মৌসুম না আবার মরিনহো কে নতুন দল খুজতে হয়, অবশ্য বাংলাদেশ এঁর কোন টিম ওকে পেলে লুফে নিবে গতকাল মালাগা এঁর কাছে রিয়াল ৩-২ এ হারার পর অনেকেই আমার কথার সাথে সত্যতা খুজে পাবেন, রিয়াল এঁর পয়েন্ট এখন ৩৩ আর মালাগার ৩১ মনে হয় আর বেশি দিন নাই রিয়াল মালাগার নিচে ৪ নাম্বার দল হবে। বাংলাদেশ এ স্বীকার করি আর নাই করি রিয়াল মাদ্রিদ এঁর সমর্থক একটু বেশি। তারা আবার ব্রাজিল এঁর সমর্থক। ব্রাজিল এঁর ভাল কোন খেলোয়াড় না আসায় ( রোনাল্ডিনহো এঁর পর) তারা ক্রিস্টিয়ানো রোনাল্ডো এঁর সমর্থক তারা । আগে তারা বুক ফুলিয়ে বলত যে রোনাল্ডো নাকি মেসি থেকে ভাল খেলে, স্কিল অনেক ভাল আরও কত কি ? কিন্তু যেইদিন মেসি রোনাল্ডো থেকে ১০ টা করে গোল বেশি করা শুরু করল সেই দিন থেকে তারা দুনিয়ার দোষ দেওয়া শুরু করল ১/ মেসি প্রতিবন্ধী ২/ ইঞ্জেকশান নিয়ে খেলে ৩/জাভি ইনিএস্তা ছাড় গোল করতে পারে না। ৪/ রিয়াল মাদ্রিদের সমর্থকরা ফুটবল বুঝে আর কেও না। ৫/ আর্জেন্টিনার সমর্থকরা মেসিকে সাপোর্ট করে। ৬/ রিয়াল মাদ্রিদের সমর্থকরা অন্ধ ভাবে কাউকে সমর্থন করে না ইত্যাদি যদি বলেন তাহলে বেস্ট খেলোয়াড় মেসি কে কেন সাপোর্ট কর না তখন বলবে ১/ মেসি আগে ওয়ার্ল্ড কাপ জিতুক। ২/ বার্সা ছেড়ে দিয়ে গোল করুক ৩/পেলের মত ১৩০০ গোল করুক আরও কত কি অথচ স্বাভাবিক স্বীকার করলেই হয় মেসি সর্ব কালের সেরা খেলোয়াড় কিন্তু যেহেতু ওর দেশ আর্জেন্টিনা তাই সাপোর্ট করিনা তাহলেই সব বিতর্ক মিতে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.