হাওয়া ম্যা উড়তা গানটা দাও। ওই টা বাকের ভায়ের হিট গান ।
আমার খালু লিভার সিরোসিসে আক্রান্ত । তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে । তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য একজন লিভার ডোনেটার প্রয়োজন ।
রক্তের গ্রুপ এ(+) পজেটিভ । লিভারের দানকারী কে উপযুক্ত সম্মানী দেয়া হবে । লিভার দানকারী লিভার দানে তেমন কোন সমস্যা হয় না । শুধুমাত্র লিভারের একটি অংশ কেটে নেয়া হয় । যা পরবর্তী তে আগের অবস্থা ফিরে পায় ।
তাছাড়া দানকারী যাতে বেচে থাকতে সমস্যা না হয় ডাক্তার সে অনুযায়ী কেটে নেয় ।
উল্লেখ্য পরিবারে এবং আত্নীয় স্বজনের মধ্যে তেমন কেউ নাই । তাছাড়া তার সন্তান কারও বয়স ১৫ ই হয় নি । তাই আমরা পত্রিকা তথা মিডিয়ার শরনাপন্ন হয়েছি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।