আমাদের কথা খুঁজে নিন

   

একটি মহৎ ষড়যন্ত্র সংবাদ

নব্বই দশকের পুরোটাই গেছে শাহবাগের আড্ডায়। কবি সরকার আমিন বের করতেন মঙ্গলসন্ধ্যা, আমি বের করতাম শব্দপাঠ, আজিজুন মাগফুরা কিউপিড, কবির হুমায়ুন সূচক, উত্তর-আধুনিক, আতিক রহমান মুজিব ইরম মিলে স্বাতন্ত্র। এ লিটলম্যাগগুলো ঘিরে আ্ড্ডাগুলো ছিল। এ ছাড়া মঈন চৌধুরীরর প্রান্ত, তপন বড়ুয়ার গাণ্ডীব এগুলোতো ছিলই। নব্বইয়ের মাঝামাঝি শুরু হয় বাংলা একাডেমীর তরুণ লেখক প্রকল্প।

প্রথম ব্যাচেই চঞ্চল আশরাফ, মুজিব ইরম, জেনিস মাহমুন, কবির হুমাযুন, অনু হোসেন আর শোয়াইব জিবরান মিলে গড়ে উঠে একটি চক্র। এ চক্রের সাথে প্রকল্পের ভেতর থেকে যুক্ত হন মুহাম্মদ নুরুল হুদা, রফিক আজাদ আর আসাদ চৌধুরী। বাইরে থেকে যুক্ত হন সরকার আমিন-শাহনাজ মুন্নী জুটি। সে সব দিন আজ একেবারেই গেছে। আমরা বিচিত্র কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছি।

আটকে পড়েছি রুমে রুমে। কিন্তু কোন কিছুকে উপলক্ষ করে আবার এ আড্ডাগুলো জাগিয়ে তোলা যায় কীনা সে চিন্তা কয়েকদিন ধরে আবার মাথায় ঘোরপাক খাচ্ছিল। সে চিন্তা থেকেই প্রকাশ করি সহজপাঠ। এতে লেখা হচ্ছে কিন্তু একসাথে বসা হচ্ছে না। এজন্য এবার একটুখানি গুছিয়ে একটি ষড়যন্ত্র পাকাচ্ছি।

। রাজধানীর গুলশান-বনানী উত্তরার দিকটা অনেকটাই সাহিত্যশূন্য। এ স্থানগুলোতে কোন শিল্পসাহিত্যের আড্ডা তেমন বসে না। এখানে সন্ধ্যা বলতে বোঝায় ক্লাব, জিম আর ফাস্টেফুডের দোকান। কবিবন্ধু টোকন ঠাকুর অভিমান ভরে বলেছেন- এ এলাকাগুলো বাংলাদেশের অস্ট্রেলিয়া- কানাডা।

কিন্তু আমরা দুষ্টু হাল ছেড়ে দিতে পারি না। এ এলাকার তরুণদের শিল্পসাহিত্যের দিকে আগ্রহী করার বাসনা নিয়ে কবিতাকেন্দ্রিক একটি কর্মশালা আয়োজনের চিন্তা করেছি। উদ্দেশ্য এ কর্মশালার নাম করে উত্তরায় নিয়মিত একটি সাহিত্য আড্ডার ব্যবস্থা করা। উত্তরা পাবলিক লাইব্রেরিটিও সবেমাত্র গড়ে উঠতে শুরু করেছে। তাঁরাও ভীষণ উৎসাহী এরকম একটি আয়োজনে।

পরিকল্পনা আগামী ১৬ আগস্ট থেকে এ আড্ডার। এ যড়যন্ত্রে আমাদের কবিবন্ধুদের কাছে পাবো আশা করছি। যোগাযোগ - শোয়াইব জিবরান সমন্বয়কারী কবিতার সহজপাঠ উত্তরা পাবলিক লাইব্রেরি বাড়ি # ২১, সড়ক # ২, সেক্টর # ৯, উত্তরা, ঢাকা। সেল: ০১৭১৫৬৪৫১৮৯ (সমন্বয়কারী), ই মেইল: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.